#১৬

483 14 1
                                    

#আলোছায়া
#নাইমা_জাহান_রিতু
#পর্ব_১৬

"ইভানা আপু কবে এসেছে?"
উল্লাসীর প্রশ্নে হাই তুলে তার চুলে হাত বুলিয়ে নিল মেসবাহ। ঘুমের ভাবটা কেটে গেছে তার। শরীরের ভেতরের অস্থিরতাটাও কমে এসেছে। শুধু রয়ে গেছে মাথায় ভারী ভাবটা। তাই চোখজোড়া বুজে রইলো সে। ধীর স্বরে থেমে থেমে বললো,
"জানা হয়নি।"
"জানেন না? তাহলে উনাকে কেনো ডাকলেন?"
"আমি তো ডাকিনি।"
"বললেই হলো! আপনি আগে বলুন আপনার শরীর খারাপ কেনো করেছিল? আমার বিরহে না?"
হেসে উঠলো মেসবাহ। উল্লাসীর মাথা থেকে হাত সরিয়ে পিঠে নিয়ে সজোরে চেপে ধরতেই ওপাশ থেকে উল্লাসী আবারও বললো,
"হাসছেন যে! আপনি বলুন কেন আপনার শরীর খারাপ করেছিল?"
ঠোঁটের কোণায় হাসি নিয়ে মেসবাহ বললো,
"ওইতো.. তোমার বিরহে।"
"ইশ! এভাবে বলতে লজ্জা করেনা?"
মেসবাহর বুকে খানিকক্ষণ মিশে থাকার পর তার গালে একটি চুমু দিয়ে উঠে বসলো উল্লাসী। আশেপাশে নজর বুলিয়ে পরণের ওড়না খুঁজে নিয়ে পরতে পরতে বললো,
"এখন কেমন লাগছে? একটু ভালোলাগছে কি?"
"লাগছে.. তবে ক্ষুধা পাচ্ছে।"
মাথা নেড়ে মেসবাহ জবাব দিতেই ক্ষোভে ফেটে পড়লো উল্লাসী। উঠে দাঁড়িয়ে সে চোখমুখ কুঁচকে বললো,
"শুধু ঔষধ খাইয়ে বুক, মাথা হাতালেই চলবে? ভাতটা যে খাওয়াতে হবে তার সে জ্ঞান নেই? অকর্মার ঢেঁকি একটা। আসুক আবার.. উনাকে বুদ্ধি বাড়ানোর জন্য ঢেঁকি শাক আমি খাওয়াবোই খাওয়াবো।"
সেকথার জবাব না দিয়ে মেসবাহ পাশ ফিরে শুতেই এসির পাওয়ার বাড়িয়ে দিল উল্লাসী। তারপর বিছানার উপরে পড়ে থাকা মেসবাহর বুকের লোমগুলো উঠাতে উঠাতে বললো,
"গরম ভাত বসিয়ে দেই?"
"দাও.."
"কী দিয়ে খাবেন? দুপুরে তো কিছু রান্না হয়নি।"
"কাল রাতের তরকারি থাকলে ওটাই গরম করে দাও।"
"না, না। ওসব কেনো খাবেন? মুন্নি ভাবির কাছ থেকে তরকারি আনছি।"
আবারও উল্লাসীর দিকে ফিরলো মেসবাহ। চোখমুখে একরাশ বিরক্তি ফুটিয়ে বললো,
"না.. ওসব খাবো না। ভর্তা করে দাও। ডাল ভর্তা। কাঁচা পেঁয়াজ দিয়ে করবে।"

মেসবাহর আদেশ পাওয়ামাত্র রান্নাঘরে ঢুকে ভাতের চাল ধুয়ে রাইস কুকারে বসিয়ে দিয়ে ডাল চুলোয় সিদ্ধর জন্য বসিয়ে আবারও ঘরে ফিরে এল উল্লাসী। মেঝে ঝাড়ু দিয়ে ঘরের আলো নেভানোর পায়তারা করতেই ওপাশ থেকে মেসবাহ বললো,
"থাক.. আমি ওয়াশরুমে যাবো।"
"ধরবো?"
"এসো.."
ঝাড়ু রেখে মেসবাহর দিকে এগিয়ে এল উল্লাসী। তাকে ধরে ওয়াশরুমে পৌঁছে দিয়ে বাইরে দাঁড়িয়ে বললো,
"দরজা লাগাবেন না.. এভাবেই থাকুক।"
"চাপিয়ে তো দাও।"
"চাপাচাপিরও দরকার নেই। আপনি যা করার দ্রুত করুন।"

আলোছায়া Donde viven las historias. Descúbrelo ahora