দ্য ল্যুর অব দা এ্যানিমাল

320 4 1
                                    


খাইল্যাজুরীতে (খালিয়াজুরী ) আসা হইছিল শিক্ষা সফরের নামে। যদিও আমগো পড়াশোনার টপিকের লগে এই এলাকায় ট্যুরের কোন রিলেশন আছে বইলা মনে করতে পারতাছি না। বছর শেষে ফাইনাল হইয়া গেলে পোলাপানের চুলকানী উঠত, শিক্ষা সফর নাম দিয়া তিন চাইর দিন (প্রফগুলার পর সাত আট দিন) ঢাকার বাইরে একটা এসকাপেড হইয়া যাইত। স্বাদ আহ্লাদের প্রয়োজনীয়তা থাকায় টীচার টীচারনিরাও যোগ দিতেছিল। যে কারনে ফান্ডিং নিয়া কোন কম্প্লেইন শুনি নাই।

যাইহোক এইটা ছিল একেবারে প্রথম সফর, ফার্স্ট ইয়ার ফাইনাল দিয়া। দেড়শ পোলাপানের মধ্যে সত্তুর আশি জনে নাম লেখাইছিল। একটা তথ্য আগে দিছি কি না মনে নাই, যাক এখন দিয়া রাখি। গত প্রায় একযুগ হইলো শহীদ মিনারের পিছে এই শিক্ষা প্রতিষ্ঠানটায় পোলার চাইতে মাইয়ারা ভর্তি হয় বেশী। এছাড়া ইদানিং বাংলাদেশে পড়াশোনায় মেয়েরা তো আগাইয়াই আছে, মানে ইন টার্মস অফ জিপিএ আর সেরা প্রতিষ্ঠান গুলায় ভর্তি সংখ্যা বিবেচনা করলে। ঐটারই বিকৃত বহিঃপ্রকাশ ঘটছিল আমগো টাইমে, যখন দুইতৃতীয়াংশ সীট ওদের দখলে চইলা গেল। তবে ওয়েটিং লিস্ট থিকা শুভ আর আমি যখন মিটফোর্ড হইয়া বখশী বাজারে হাজির হইলাম তখন ঐ সংখ্যাগত অসমতারে সৌভাগ্য বইলাই মনে করছি।

স্টাডি ট্যুরে মেয়েরা অনেকেই বাসা থিকা অনুমতি না পাওয়ায় আসে নাই। বাপ ভাইয়ের চকিদারী এড়াইয়া স্বতস্ফুর্ত হইয়া এইসব সফর টফরে নাম লেখানো এখনও বাংগালী মাইয়াদের অনেকের নাগালের বাইরে আছে। তবুও সন্ধ্যায় গননা হইলে দেখা গেল ফিফটি ফিফটি।

বাসে হিন্দী গান শুনতে শুনতে শুভ আর আমি দুইজনেই রোমান্টিক হইয়া গেছিলাম, কিন্তু ডিনার খাইতে খাইতে অল্প আলোয় এতগুলা সদ্য কিশোরী থিকা তরুনী হইতে চাওয়া মাইয়া দেইখা এমন হর্নি হইয়া গেলাম যে বারবার জিন্সের মধ্যে ধোনটারে ঠিকঠাক কইরা গুছায়া রাখতে হইতেছিল।

রাতটা সবাই উসখুশ কইরা কাটাইলাম। পাশের রেস্ট হাউজে মাইয়ারা ঘুমায়। শুভ কইলো, ও নাকি দেখছে মাইয়ারা কলা বেগুন এমনকি অনেকে উস্তা করলাও ব্যাগে নিয়া আসছে। শুইনা গুড বয় রাতুল কয়, দোস আর কি দেখলি বল। অন্ধকারে লুঙ্গির ভেতর ধোন হাতাইতে হাতাইতে ক্লাসের সব মাইয়ারেই ভেজিটেরিয়ান বানানো হইলো। কখন ঘুমায়া গেছি মনে নাই।

শুভ সিরিজ  (সংগৃহীত)Donde viven las historias. Descúbrelo ahora