অধ্যায়-২৭

64 1 0
                                    

প্রফেসর আর ইরিনকে আলাদাভাবে দুটো সেলে রাখা হয়।

জোসেফ : তাড়াতাড়ি কোথাও সরে পড়তে হবে। সিক্রেট সোসাইটির টিম চলে এলে সব শেষ।

রিমি : আমি কন্ট্রোল ইউনিট দেখছি। শিট !! সামনে দেখ।

জোসেফ : গার্ড এটাক !!!!

রিমি : চলো তুমি আর আমি অন্য কোথাও পালাই। এইসবের মধ্যে যদি তোমার কিছু হয়ে যায় বা আমাদের আলাদা করে দেয় ? আমি তোমাকে ছাড়া বাঁচব না। কিছু ভাবো জলদি।

জোসেফ : এখন কিছু তো করার মতো দেখছি না। নিক আর ইরিনের কাছে ইনভিজিবল চিপ আছে। যদি ওদের কাছ থেকে নেওয়া যেত ?

রিমি : এই মুহূর্তে ওদের কাছে কিছুই নেই। কোথায় আছে তা বের করতে যাওয়াও তো সম্ভব নয়।

জোসেফ : আমাদের হাতে আর একটা মাত্র শেষ অপশন আছে।

রিমি : কি ?

জোসেফ : স্পেসশিপ নিয়েই পালাতে হবে। ওকে গেট রেডি।

রিমি : বাইরে গার্ড আর সিক্রেট সোসাইটির টিমের মধ্যে তুমুল সংঘর্ষ হচ্ছে। সিক্রেট সোসাইটির সামনে এরা এক সেকেন্ডও টিকতে পারছে না। এভাবে যেতে দেখলেও এটাক করবে।

জোসেফ: ডু অর ডাই। আমাদের আর কোনো সুযোগ নেই।

কিছুটা এগোতেই সিক্রেট সোসাইটির সব কয়টা স্পেসশিপ , হেলিকপ্টার আর ড্রোন হামলা করে , স্পেসশিপ নিচে পড়ে যায়।

রিমি : সিক্রেট সোসাইটির চিফ টিম নিয়ে স্পেসশিপের দিয়ে এগিয়ে আসছেন। এখন ?

জোসেফ : গার্ড নিক আর ইরিনকে এখানে নিয়ে এসো। চিফ !!! আর এগোনোর চেষ্টা করবেন না। প্রফেসর নিক আর ইরিন আমাদের হাতে বন্দি।

চিফ : আপনার পরিচয় ? এখানে আপনার উদ্দেশ্যে কি ?

রিমি : ও আমার হাসবেন্ড জোসেফ। এখানে আসার পেছনে ব্যক্তিগত কিছু কারণ রয়েছে। যা ব্যাখ্যা করতে আমরা বাধ্য নই।

চিফ : এভাবে ওদের ওপর হামলা কেন করলে ?

রিমি : ঐ যে বললাম ব্যক্তিগত ব্যাপার। এখন এই মূহুর্তে আপনা যদি চলে না যান তবে ওদের এখানেই শেষ করে দেব।

You've reached the end of published parts.

⏰ Last updated: Mar 01, 2023 ⏰

Add this story to your Library to get notified about new parts!

ইরিনের সিক্রেট সোসাইটি Where stories live. Discover now