অধ্যায়-১৮

65 2 0
                                    

এভাবে ভেঙ্গে পড়লে চলবে না। এখন প্রথমেই লুকোনোর মতো কোনো জায়গা বের করতে হবে। চিপগুলোর সময় শেষ হয়ে গেলেই সবাই আমাদের দেখে ফেলবে। তাই যা করার তাড়াতাড়ি করতে হবে। আমার ইনভিজিবল কিন্তু এই অবস্থায় শুধু আমার আমাদের দেখতে পাচ্ছি। আর কেউ দেখছে না। অবশ্য এই অবস্থায় যে কেউই কথা শুনতে পাবে। তাই  জোরে কথা বলা যাবে না।

ইরিন: স্যার ,আমাদের লুকোনোর মতো জায়গা খুঁজতে হবে , সময় খুব কম।

কোনো কথা না বলে প্রফেসর একদৃষ্টিতে বাড়ির দিকে তাকিয়ে আছেন। দাউ দাউ করে আগুন জ্বলছে সেখানে।

ইরিন : প্লিজ ! সময় নষ্ট করবেন না। চলুন।

প্রফেসর ইরিনের দিকে তাকালেন। তারপর ইরিনের পেছন পেছন হাঁটতে শুরু করলেন।

ইরিন : পাহাড় ছাড়া আর কোনো জায়গা দেখছি না। ওখানেই লুকোনোর ব্যবস্থা করতে হবে। তাড়াতাড়ি আসুন।

চারদিকে সিকিউরিটি গার্ডের কড়া নিরাপত্তা , মাথার উপর হেলিকপ্টার উড়ছে।

জঙ্গলের ভেতর পাহাড়ের বেশ নিচের দিকে একটা জায়গায় ফাটল হয়ে ছোটখাটো গুহার মতো তৈরি হয়েছে। কৃত্রিমভাবে তৈরি করায় এই জায়গায় কিছু পাখি ছাড়া কোনো ক্ষতিকর জীব-জন্তু নেই।

ইরিন : এই জায়গাটা গাছপালা দিকে ঢাকা আর এই গুহার সামনে অনেক লতাপাতা দিকে ঘেরা , তাই সহজে কারো চোখে পড়বে না। আপাতত এই জায়গাটা নিরাপদ মনে করছি। ভেতরে যাই চলুন।

প্রফেসর ভেতরে একটা সাইডে বসেন। দেখে মনে হচ্ছে প্রাণহীন শুধু দেহটা পড়ে আছে। রিমির কথাগুলো কানে বেজেই চলেছে।

ইরিনের প্রফেসরকে দেখে খুব মায়া হচ্ছে। দেখে মনে হচ্ছে আজ পৃথিবীতে ওনার চাইতে বেশি অসহায় আর কেউ নেই। ভালবেসে প্রতারিত হওয়া অনেক বড় কষ্ট আর সেই প্রতারণা সহ্য করার জন্য অনেক শক্তি আর সাহসের প্রয়োজন। এর জন্য বড় যোদ্ধা হতে হয়। কিন্তু সবাই কি পারে সেই যুদ্ধ করতে?

ইরিন প্রফেসরের পাশে বসে বলল : আমাদের কিছু করতে হবে। এভাবে যদি ভেঙ্গে পড়লে বেঁচে থাকাটাই দায় হবে। প্লিজ নিজেকে সামালে নিন। আমি জানি এভাবে বললেই সব ঠিক হয়ে যায় না। এমন আঘাতের ক্ষত আমার মনেও আছে। ব্যাথার তীব্রতা আমি জানি। আর

প্রফেসর : চুপ একদম চুপ। সব দোষ আপনার। সব!! আমাকে এখানে এনে বিপদে আপনি ফেলেছেন। রিমি আপনার জন্যই সুযোগ পেয়েছে। সব আপনার জন্য হয়েছে।

ইরিনের চোখ ঝাপসা হয়ে আসে। কাঁপা কাঁপা গলায় বলে: প্রায়শ্চিত্ত কিভাবে করলে আপনি খুশি হবেন?

প্রফেসর অন্যদিকে মুখ ঘুরিয়ে নেন।





 








ইরিনের সিক্রেট সোসাইটি Donde viven las historias. Descúbrelo ahora