#আপনি নামক অনুভূতি , . 。 • 。'
#নির ˙❥˙|৭|
__"আপু তুই কি কিছু বুঝলি? "
আরফানের এমন কথাই ওর দিকে তাকালাম, বললাম,
__"কি বুঝবো?"
__" অরিন আপুর ব্যাপারটা। মনে হয় অরিন আপু আমির স্যারের গার্লফ্রেন্ড।"
__"কেনো ? এমন কেনো মনে হলো?"
__" দেখিসনি। আম্মু যখন আমির স্যারের কথা বলছিল, তখনই অরিন আপু অন্যমনস্ক হয়ে গেছিল। তুই কি সেটা খেয়াল করিসনি?"
__"তো ? হতেও পারে,তাতে কি হয়েছে।"
__"তুই তো জানিস আপু, আমার এসব খেয়াল করতে ভীষন ভালো লাগে? আমি আরিফ স্যারকে অনেক লক্ষ করি জানিস ,উনার কারো সাথে রিলেশন আছে কিনা, কিন্তু একটুও বুঝতে পারিনি। মোবাইলেও কারো সাথে তেমন একটা কথা বলতে দেখি না , যা বলে সব ছেলেদের সাথেই বলে। আমি তো কত ভাবী আরিফ স্যারকে নিয়ে, বেচারার এই বয়সটা প্রেমের বয়স। একটা মেয়ে জুটাইতেও পারলো না।"
এতক্ষণ খুব বিরক্ত নিয়ে আরফানের কথা গুলো শুনছিলাম। এবার বলে উঠলাম,
__" তুই পারলে স্যারকে একটা মেয়ে ঠিক করে দিস।স্যারের উপকার হবে। তুই তো আবার মানুষের কল্যাণে,দেশ সেবায় এসবে অভ্যস্ত। আর স্যার কি তোকে বলে বলে প্রেম করবে নাকি। আজব।"
__" আরে সেটা বলছি না। মানুষকে দেখে আমি বুঝে যাই। তুর মনে নেই, মিনহা আপু আর হুমায়ূন ভাইয়ার সাথে রিলেশন আছে সেটা প্রথম আমি বুঝতে পেরেছিলাম। আর রাদীফা আপু আর সাকিব ভাইয়া , ভুলে গেলি এসব? আমি সব বুঝতে পারি। যেমন তুর টাও।"
আরফান মুখে এমনটা শুনতেই আমি ওর দিকে চোখ বড় বড় করে তাকায়, আর বলি,
__" আমার টা মানে? কি বলতে চাইছিস তুই? "
__" আরে কুল ইয়ার। চিন্তা করিস না আমি কেউকে বলবো না। আর কিবা বলবো? তুই কি কখনো রিয়াদ ছেলেটাকে দেখেছিস নাকি। তুর এইগুলাকে বলা হয় ইমোশন। বুঝিস নি?"
আমি কিছুটা ক্ষিপ্ত হয়ে ওর দিকে তাকিয়ে বললাম,
__" দিন দিন শয়তানের বড় ভাই হচ্ছিস।"
