পর্ব ৩ : কিছু পাগলামি

8 1 0
                                    

#আপনি নামক অনুভূতি , .⁠ 。 ⁠• 。'
#নির ˙⁠❥⁠˙

|৩|

এসব কিছু ভাবতে ভাবতেই আব্বু রুম থেকে বের হলেই আমি জিজ্ঞেস করতে শুরু করলাম। আব্বু উনি কে?

আব্বু আমার দিকে তাকিয়ে বললেন ,

__" পাখি মা আমি তোমাকে বলেছিলাম না, তোমার জন্য আমি একটা টিচার খোঁজছিলাম। উনি তোমার নতুন টিচার। উনি আমাকে ফোন করে আজকে আসতে পারবেন বলেছে। আমি তোমার আম্মুকে বলেছিলাম তোমাকে জানিয়ে দিতে। কিন্তু তখন তুমি ঘুম ছিলে,তাই হয়তো ডাকেনি। তুমি যাও। গিয়ে নিজের পরিচয় দিয়ে আসো। আর হ্যাঁ ,এক গ্লাস পানি দিয়ে এসো।"

__"আচ্ছা, আব্বু শুনো না, আরফান ও যাক আমার সাথে?"

__" না আম্মু, দুইজনকে পড়ালে কারো পড়ায় ঠিক ভাবে হবে না। তুমি দেরি করো না ,যাও।"

__" হুম্।"

এক গ্লাস পানি নিয়ে রুমে গেলাম। দেখলাম তিনি এখনো সোফায় বসে আছেন। তার হাতে পেপার দিয়ে বাইন্ডিং করা একটা প্যাকেট। আমি গিয়ে আবার সালাম দিয়ে পানির গ্লাস টা টেবিলে রাখলাম।।আর বললাম।

__" আমার নাম আফসা__"

__" আমি কি এখানে বসেই পড়াবো?"

স্যার আমার কথায় পাত্তা না দিয়েই কথাটা বললেন।

__" জ্বি না। চেয়ারে বসুন। টেবিলেই পড়বো।"

কি আজব সোফায় বসে কেউ পড়ে নাকি? পাশে টেবিল চেয়ার তো ছিলোই। এটা কি চোখে পড়ল না। আমার নাম টা আর বলা হয় নি। চেয়ারে বসেই তিনি আমাকে বললেন_

__"আমি অল সাবজেক্টই পড়াবো।
আরিফ স্যার তোমাকে যে সাবজেক্ট গুলো পড়ায় ,তুমি চাইলে উনার কাছে পড়তে পারো। কিন্তু আমার রুটিন একটা সাবজেক্টও বাদ যাবে না।

_"স্যার ,আপনি আরিফ স্যারকে চিনেন? "

তিনি এবার আমার দিকে তাকালেন। কোনো উত্তর না দিয়ে আমার দিকে তাকিয়ে আছেন।আমার প্রশ্নটা একপ্রকার এড়িয়ে তিনি বললেন ,

__" অ্যাকাউন্টিং বের করো।"

তার মুখ দেখে বুঝতে পারলাম না তিনি রেগে তাকিয়ে ছিলেন নাকি এমনে।

আপনি নামক অনুভূতি , .⁠ 。 ⁠• 。'Onde histórias criam vida. Descubra agora