#আপনি নামক অনুভূতি , . 。 • 。'
#নির ˙❥˙|১৩|
সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে এখনো তাকিয়ে আছি। অবাক হলেও বিষয়টা অস্বাভাবিক নয়।
হঠাৎ করেই আণ্টি বলে উঠলেন,
" তোকে আমি বলছিলাম না কাল ? এই মেয়েটার কথায় বলেছি, ওর নাম রিধি।
রিধি ও আমার ছেলে ,ওর নাম হ...." আমির। ওর আমির স্যার। "
"তোরা একজন আরেকজনকে চিনিস? "
" ও আমার স্টুডেন্ট ছিল আম্মু। আমি ইতালি যাওয়ার আগে টিউশনটা ছেড়ে দিয়েছিলাম। "
আমির স্যার আমার দিকে তাকিয়ে কথা গুলো বলে যাচ্ছিলো। তখনি আণ্টি বললেন ,
" কিন্তু ওর টিচার তো অরিন। আর তুই টিউশন কবে থেকে করতি? কই তোর মামা তো আমায় কিছু জানালো না ? "
" তোমায় এসব পরে বলবো আম্মু। "
এটা বলেই তিনি চলে গেলেন। যদিও আমি সেখানে ত মেরে দাড়িয়ে ছিলাম। পাশ থেকে আণ্টি আমার হাত ধরে বললেন ,
" রিধি কিছু মনে করেছ তুমি ? আর মনে করার কোনো কারণ নেই , কারণ তোমরা তো আগে থেকেই পরিচিত দেখছি। আসো মা তুমি তোমার আম্মুর কাছে যেতে চেয়েছিলে, চলো,,,। "
আমার মুখ দিয়ে তখনও একটা কথাও বের হচ্ছিল না। কিছুই যেনো মিলাতে পারছিলাম না।
________
বাসায় আসার পর বিছানায় ভারি কাপড় টা নিয়েই হাতপা ছেড়ে শুয়ে পড়েছি। খুবই ক্লান্ত লাগছিল শরীরটা। তাই চোখ বন্ধ করে কিছুক্ষণ শুয়ে ক্লান্তি দূর করার চেষ্টা শুধু।
এর মাঝে আম্মু এসে কতক্ষন বকা দিয়ে গেলেন ,কাপড় ছোপর চেঞ্জ করিস নি কেনো, সাজগোজ তুলে নিস নি কেনো, এই সেই....। তাই সব কিছু চেঞ্জ করে শুয়ে পড়েছি। কিন্তু ঘুম কি করে আসবে , অংক গুলো যে মিলাতে পারি নি। তারা তিনজনের মাঝে এত ঘনিষ্ঠ সম্পর্ক অথচ আমি একটুও জানতে পারিনি মাত্র। আমির স্যারকে জিজ্ঞেস করেছিলাম আরিফ স্যারকে চিনে নাকি। তিনি কিছুই বলেন নি। আমির স্যারের কথা বাদই দিলাম , আরিফ স্যার? তিনি তো খুব ভালো মানুষ খুব মিশুক, তিনিও একটি বারের জন্য বললেন না আমির স্যার তার বেস্টফ্রেন্ড। আর এদিকে অরিন আপুর ফুফাতো ভাই আমির স্যার। আর আমি কিনা তাদের দুইজনকে bf ,gf ভেবে এসেছি। ছিঃ ছিঃ।।।