হাতে থাকা প্যাকেটটার দিকে তাকিয়ে অরিন আপুকে জিজ্ঞেস করলাম,
" কি আছে আপু এখানে ?"
" দেখো কি আছে।"
প্যাকেটটার ভিতর দেখলাম একটা শাড়ি। গায়ে হলুদের শাড়ি, সাথে একটা লাল রঙের ব্লাউজ। ব্লাউজের উপর লাল রঙেরই কাজ করা।
¡Ay! Esta imagen no sigue nuestras pautas de contenido. Para continuar la publicación, intente quitarla o subir otra.
শাড়ি টা হাতে নিয়ে বললাম,
"এটা আপনার?"
" জ্বি না আপনার। "
" আমার জন্য শাড়ি এনেছেন? কিন্তু কেনো? "
" রিধি আমাদের কাজিনদের জন্য শাড়ি অর্ডার দেওয়া হয়েছিল। একই রকমের শাড়ি। হঠাৎ তোমার কথা মাথায় আসতেই ভাবলাম তোমার জন্য একটা নিয়ে নি। তুমি তো একজনই, তাহলে নিতে কি অসুবিধা বলো? "
" কিন্তু আপু আমি শাড়ি পরে কোনোদিন কোথাও যাই নি। শাড়ি পরার অভ্যাসও নেই। আর কত মানুষ সেখানে ,আমার খুব লজ্জা লাগে আপু। আমি শাড়ি পরতে পারবো না। "
" না, সবাই শাড়ি পরছে, তুমিও পরবে, এটাই ফাইনাল। "
আপু আর আমায় কিছু বলতে দিলেন না। সেদিনের মতো তিনি চলে গেলেন।
শাড়ির কথা মনে পরলেই গায়ে কাঁটা দিয়ে উঠছে, একে তো শাড়ি পরতে জানি না , আর কোনোদিন শাড়ি পরে কোথাও যাইও নি। তাও আবার বিয়ে নামক অনুষ্ঠানে। বিয়েই তো খাইনি কত বছর হয়েছে, জন্মের পরে মনে হয় শুধু একটা বিয়েতে গিয়েছিলাম ক্লাস ফাইভে থাকতে। পিগলুর কাজিনের বিয়েতে, তাও আবার পার্টি ড্রেস পরে। আর কোনোদিনও বিয়েই খাইনি।