পর্ব ৮ : আমার প্রিয় একটি দিন

4 0 0
                                    

#আপনি নামক অনুভূতি , .⁠ 。 ⁠• 。'
#নির ˙⁠❥⁠˙

|৮|

আর মাত্র ২ মাস বাকি আমার এইচএসসি পরীক্ষার। সেদিনের পর থেকে আমি আর গভীরভাবে কোনো কিছু চিন্তা করি না। একজন স্টুডেন্ট গোল্ডেন পাওয়ার জন্য যে পরিমাণ পড়ালেখায় মনোনিবেশ হয়, আমি তার থেকে দ্বিগুণ জোর দিচ্ছিলাম। কারণ আমার লক্ষ্য গোল্ডেন এ+ পাওয়া না, তার থেকেও বেশি কিছু। চেষ্টা আর অপেক্ষা। এই দুইটার সাথেই এখন লড়াই করছি। রাত দিন পড়ালেখার প্রতি জোর দিতে থাকি। কারণ এটাই এখন একটি মাধ্যম ,যার কারণে আমি আমার ভালোবাসার মানুষটাকে ফিরে পাবো।

_________

সেদিন কলেজ থেকে প্রবেশপত্র নিতে গেলাম। কলেজে উঠার পর ফার্স্ট ইয়ারে সব থেকে বেশি ক্লাস করেছিলাম। সেকেন্ড ইয়ারে উঠার পর তেমন একটা যাই না। তাই আমার সাথে তেমন কারো ভালো সম্পর্ক হয়ে উঠেনি। কেউকে ভালো করে চিনি না। ক্লাসে গিয়ে সেদিন আমাদের একটা গ্রুপের কাউন্সিলর এসে শেষ কিছু কথা বলে গিয়েছেন। কিন্তু স্যারের বলার কথা গুলার মাঝে আপনিও যে থাকবেন সেটা ভাবিনি। এতক্ষন কিছুটা চুপচাপ আর অন্যমনস্ক ছিলাম বটে। তবে এখন আর সেটা পারছি না। স্যারের কথাই মন দিতে ব্যস্ত হয়ে পড়লাম। স্যারের কথার মাঝে প্রিয় মানুষটার কথা শুনে মুখে হঠাৎ হাসি ফুঠে উঠলো। স্যার প্রতিটি বাক্যে বার বার বলছেন রিয়াদ নামক শব্দটা। কি আছে এই নামটাতে। যেটা শুনলে বুকটা হঠাৎ ভার হয়ে উঠে। আর হৃৎস্পন্দন টাও বেড়ে যায়। হয়তো কারো মুখে প্রিয় মানুষটার সুনাম গুলো বুঝি একটু বেশি স্পেশাল হয়ে থাকে।
আর যাই হোক, কলেজ যেতে হবে বলে প্রথমে যে বিরক্তবোধটা হয়েছিলাম সেটা আজ আমার সবচেয়ে প্রিয়দিন বলে ডায়েরির পাতায় অন্তর্ভুক্ত হলো।

_______

বরাবরের মতোই আমার এইচ এস সি এক্সাম চলে এসেছে। আর দুইদিন পর বাংলা এক্সাম। পরিচিত আত্মীয় স্বজন সবার সাথে কথা বললাম। আরিফ স্যার ,অরিন আপু সবাই আমাকে ভয়ভীতি থেকে বের করার জন্য নানান কথা বললেন। বললেন এই সময় একদম চিন্তা না করতে। কোনো প্রেসার যাতে না নেই। তাদের এই কথা বলার মাঝে একজনের কথা আজকে ভীষন মনে পড়ছে। আমির স্যার।
আমির স্যার ও ঠিক এভাবেই বলেছিলেন আমার এসএসসি এর সময়। ঠিক এভাবে টেনশন মুক্ত থাকতে বলেছিলেন। আজ আরিফ স্যার আর অরিন আপুর মাঝেই আমির স্যারের কথা গুলো খুজে পেলাম। কিন্তু আজব একটা বিষয়, আমির স্যার একদম হাওয়া হয়ে গেছেন। সেই যে ইতালি গেলেন আর কোনো খবরও নেই। আমিও একদম ভুলে গেছিলাম আমির স্যারের কথা। অরিন আপুকেও কোনোদিন জিজ্ঞেস করা হলো না। আচ্ছা আমির স্যার নিশ্চয়ই জানেন আমি এখন খুব বেশি টেনশন করবো। উনি কি একবারও আমার খবর নিবেন না। কল করে কি একটাবার জিজ্ঞেস করবেন না টেনশন হচ্ছে কিনা ? ধমক দিয়ে বলবেন না, সব চিন্তা মাথা থেকে ফেলে এখন পড়ায় মন দাও?

আপনি নামক অনুভূতি , .⁠ 。 ⁠• 。'Donde viven las historias. Descúbrelo ahora