পর্ব ১০ : ইনভাইটেশন কার্ড

5 0 0
                                    

#আপনি নামক অনুভূতি , .⁠ 。 ⁠• 。'
#নির ˙⁠❥⁠˙

|১০|

অবাক চোখে তাকিয়ে রইলাম ইনভাইটেশন কার্ডের দিকে। সব কিছু যেনো এলোমেলো মনে হচ্ছে। কি থেকে কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছি না। আমি একা না সাথে আরফান, আম্মুসহ। আব্বু এখনো কিছু জানেন না ।

হুম, সেদিন বেল বেজে ছিল। সালামের শব্দ পেয়ে, পিছনে ফিরে ড্রয়িং রুমের দিকে তাকিয়ে দেখি,
তিনি আর কেউ নন। আরিফ স্যার।
আরিফ স্যার এই সময় ? এখন তো আরফান ও নেই , আর আমার ও তো পড়ার কথা ছিল না। তাহলে কেনো এলেন? ....

এটা ভাবতেই আমি স্যারের সামনে গেলাম ,সালাম দিয়ে দাড়ালাম। স্যার সালাম নিয়ে আমায় বললেন,

__"কেমন আছো রিধি?"

__" আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন স্যার?"

__" আলহামদুলিল্লাহ ভালো। রিধি এইটা নাও আমার বিয়ের কার্ড। "

আমি কিছু টা ত মেরে দাড়িয়ে আছি। মাথাটা কয়েক সেকেন্ডের জন্য ব্রেইন ছাড়া টাইপ মনে হয়ে ছিল। তিনি আবার প্যাকেটটা নিতে বলে , আমায় বললেন,

__" আসলে ভেবেছিলাম আঙ্কেলের অফিসে গিয়ে ইনভাইট করবো। কিন্তু আবার চিন্তা করলাম মিষ্টি গুলো অফিসে দেওয়া টা ঠিক হবে না।তাই বাসায় চলে আসলাম।"

আমি প্যাকেট টা নিয়ে দাঁড়িয়ে স্যারের কথা গুলো শুনছিলাম।এখনো প্রায় অবাক, মনে মনে বলতে লাগলাম,

এটা কি বিয়ের সিজন? এদিকে অরিন আপু আর আমির স্যার , এদিকে আরিফ স্যার। হলো টা কি?

এর মাঝে তিনি অল্প কিছু আম্মুর সাথে কথা বললেন, আমি এখনও দাড়িয়ে তাদের কথা শুনছিলাম। নাস্তা করে তিনি উঠলেন , আমি হাতে থাকা প্যাকেটটা আসতে আসতে খুলতে লাগলাম। মনে মনে হাসলাম, আর বলতে লাগলাম, কালকে হয়তো আমির স্যার আসবেন, উনার বিয়ের কার্ড নিয়ে। কারণ আপু তো বলেছেন পাত্র স্বয়ং নিজে এসে বিয়ের কার্ড দিয়ে যাবেন। এই হাসিটা বেশিক্ষনের জন্য না। মুহূর্তে ভ্রু দুটো কপালের শেষ উর্ধ্বে উঠে গেলো আমার। চোখ দুটো বড় বড় করে দেখে রইলাম বিয়ের কার্ডের কনের নামের দিকে,

আপনি নামক অনুভূতি , .⁠ 。 ⁠• 。'Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin