পর্ব ২ : একটু পরে বলছি

8 1 0
                                    

#আপনি নামক অনুভূতি , .⁠ 。 ⁠• 。'
#নির ˙⁠❥⁠˙

|২|

স্কুল থেকে বাসায় ফিরার পথে দেখলাম পিগলু কিছু ছেলেদের সাথে খেলছিল।। আমাকে দেখেই না দেখার ভান করে সামনে চলে যাচ্ছিলো।।।
জুরে জুরে ওকে ডাকতে লাগলাম। কিন্তু পিছনে না ফিরে সোজা চলে যাচ্ছিলো।

__" এই পিগলু দাড়াঁ। দাড়াঁ বলছি। এই পিগলুর বাচ্চা পিগলু দাড়াঁতে বলছি তো। তুই আজকে স্কুলে যাসনি কেন? "

__" আপু আমায় ডেকেছেন? কিছু বলবেন আপু?"

__" জুতোটা হাতে উঠানোর জন্য বাধ্য করবি না বলে দিলাম।"। স্কুলে যাইসনি কেন?"

__" গিয়েছিলাম তো, পালিয়ে এসেছি"।

__" কেন?"

__"কেন আবার খেলতে। দেখছিস না খেলছিলাম?"

__"দাড়াঁ কাকিমাকে এক্ষুনি গিয়ে বলছি ।"

__" যা যা গিয়ে বল গিয়ে। আমিও বলবো ।"

এই বলে বাকাঁ হাসি দিল পিগলু।

__"কী বলবি তুই হুঁম?"

__"সেদিন যে ভেলপুরি আর ফুচকা খেতে কোমল, রাদিফা, মিনহার সাথে স্কুলের বাইরে বের হয়েছিলি, সেটা?"

__" শয়তান।"

__" হি হি হি।"

__"আচ্ছা ঠিক আছে আমি বলবো না। প্লিজ কিছু বলিস না। ভালো ছেলে তো তুই।"

__"আচ্ছা আপু ,ঠিক আছে বলবো না। "

পিগলু এটা বলে আবার হো হো করে হাসতে থাকে।
দুইজনে বাসায় যেতে যেতে কথা বলছিল। কথা বলতে বলতেই রিধি পিগলুকে বলল _

__" এই পিগলু শুননা। আজকে রাদিফার সাথে কথা বলে জানতে পারলাম আমাদের এলাকায় নাকি একটা ছেলে আছে যেকি__

রিধিকে পুরো কথা শেষ করতে না দিয়েই পিগলু বললো_,,

__" আমাদের এলাকায় একটা ছেলে আছে ? শুধু একটা ছেলে ? কেন রে ,আমাদেরকে তোর কী বলে মনে হয় হ্যাঁ,, মেয়ে?

রিধি পিগলুর দিকে রাগী চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বললো_

__"পুরো কথাটা শেষ করতে দিবি ?"

আপনি নামক অনুভূতি , .⁠ 。 ⁠• 。'Tempat cerita menjadi hidup. Temukan sekarang