পর্ব ৪ : আমার প্রথম ডায়েরি

14 1 0
                                    

#আপনি নামক অনুভূতি , .⁠ 。 ⁠• 。'
#নির ˙⁠❥⁠˙

|৪|

পেটে করো হাতের স্পর্শ পেয়ে কেঁপে উঠল রিধি।
আর ঠিক তখনোই পিছনে থাকা মানুষটি বলে উঠলো ..._

__"পাখি।।।..."

__"এ মা ,আপনি? আপনি কখন এলেন ?

__"এই মাত্রই আসলাম।।

__"দরজা খোলার শব্দ পাইনি যে?

__" আস্তে করেই খুলছিলাম। বলা তো যায় না, বউটা সেদিনের মতো চাবির আওয়াজ শুনে চোর ডাকাত ভেবে লাটি, বটি নিয়ে না দাঁড়ায়।"

এটা বলতেই রিধি খানিকটা লজ্জা পেয়ে যায়।একে তো বউ বলাতেই , দ্বিতীয়ত, সেদিনের ঘটনাটা মনে পড়তেই।

__"তোমার ফোনটা তো খাটেই ছিল, তাহলে রিসিভট করছিলে না কেন? "

__" শুনতে পাইনি। আসলে বারান্দায় দাঁড়িয়ে ছিলাম তো তাই। ফোন দিয়েছিলেন কেন?"

__" চকলেট কিনছিলাম, তখনই দেখলাম একটা ছেলে বেশ কয়েক ধরনের ফুলের গাজরা বিক্রি করছিল। তাই ভাবলাম ফোন দেয় , কোনটা নিবো জিজ্ঞেস করেনি একবার। কিন্তু ফোন তো আপনি তুললেনই না।

__" হুম।"

__"খেয়েছো?"

__"জ্বি না, এখনো খাইনি।

__" কেন? এতক্ষণ না খেয়ে আছো? তোমাকে বলেছিলাম না খেয়ে নিতে তাহলে...? কয়টা বেজেছে দেখেছ? "

__" আপনি যান, ফ্রেশ হয়ে আসুন আমি ভাত বাড়ছি।"

__" দাড়াও।। পাখি ,কি হয়েছে তোমার? এমন লাগছে কেন ? শরীর ঠিক আছে তো?"

__" হুম হুম । ঠিক আছি আমি ।"

__" তাহলে তুমি বারান্দায় এতক্ষণ দাঁড়িয়ে কি করছিলে? "

__" আ আসলে....,"

__" কি?"

__" আসলে অতীতের কথা গুলো মনে পড়ে গেছিলো। এসবই ভাবছিলাম।"

__" অতীতের কোন কথা? "

__"আপনিতো ডায়েরির সব পাতায় পড়েছিলেন। আবার কেন জিজ্ঞেস করছেন?"

__'' আ হা। তোমার ভালোবাসা, রিয়াদের কথা?"

__" জ্বি হা। উনার কথাই।"

আপনি নামক অনুভূতি , .⁠ 。 ⁠• 。'Donde viven las historias. Descúbrelo ahora