কবিতা : রদবদল
লেখক : রুমি মাহমুদ
তারিখ : ২০.০৮.২০২০কত কিছুই তো বদলে যায়;
আমি বদলাই, তুমি বদলাও,
চারপাশের সবকিছু বদলে যায়।যায়, বয়ে যায়, সময় বয়ে যায়;
বদলে যায়, কতই না রদবদল!
আকাশের নীল রঙ কিংবা
পানির নিজস্ব গন্ধ, সবকিছুই।বদলে যায় আমাদের ভালোবাসা
এক রূপ থেকে অন্য রূপে।
বদলায় আমাদের আবেগ-অনুভূতি,
বদলে যায় ভীষণ বিচিত্রভাবে।ভিতরে-বাহিরে বৈচিত্র্যময় রদবদল,
সময় সময় এগুলো ভাবায়;
কখনো হয়ে যায় নির্লিপ্ত,
নীরবতায় প্রোথিত হয় মন।কোলাহলময় রাস্তায় নীরবে চলে,
আকাশের দিকে স্থির দৃষ্টি,
নিশ্চুপ হয়ে বারান্দায় দাঁড়ায়,
চোখ খুলে শুয়ে থাকে;
নয়ন দুটি নিভিয়ে দিয়ো,
খুঁজে দেখো, কাউকে খোঁজো,
তুমি অবশ্যই পাবে খুঁজে
যিনি রদবদলহীন, সর্বপ্রাচীন,
প্রোথিত তোমার হৃদয় মাঝে।© RumiMahmud
® Rumi Mahmud - রুমি মাহমুদ
এই কবিতাটির পুরো স্বত্ব এর কবি কর্তৃক সংরক্ষিত। কবির অনুমতি ব্যতীত এবং কবির নাম ছাড়া অন্য কোথাও এই কবিতাটি প্রকাশ করা হলে তা কপিরাইট আইনের লঙ্ঘন বলে বিবেচিত হবে।
BẠN ĐANG ĐỌC
Poems Written By Rumi Mahmud
Thơ caHere I am sharing my poems with you. Most of my writings are in Bangla(Bengali) language. Tell me what you think about my writing. Your opinions are very important to me.