কবিতা : দুনিয়া ৫ | সময় : সেপ্টেম্বর ২০২০
লেখক : রুমি মাহমুদকখনো ভেবে দেখেছি কি?
খলনায়কের সাথে 'নায়ক' অংশ কেন এত উচ্চারিত?
নায়কের 'নায়ক' কেন নয়?
অধম আর অধমের মাঝে হয় তুলনা,
উত্তমকে এখন আর কেউ খোঁজে না;
এই ধরণের প্রবণতার কারণ কি আমাদের হীনমন্যতা?
চাকচিক্য দেখে চোখে লেগে গেছে বুঝি ধাঁধা।
শঠতার কাছে সততার হয় না পরাজয়;
পরাজিত তো সে যে হয়েছে শঠ।
আগাছার কারণে গাছের তেমন হয় না ক্ষতি;
ক্ষতিগ্রস্থ তো সেই বাগান, যেখানে জন্মায় আগাছা।আমরা সবাই মা পৃথিবীর সন্তান,
লালিত হয়েছি এই দেশমাতার কোলে;
কিভাবে যাই তাঁদের ভুলে! না,
দেব না কোন ক্ষতি হতে;
হাতে হাত রেখে অন্যায়ের বিরুদ্ধে
লড়তে যাবে কে আমাদের সাথে?
যাবে কে আঁধারে আলো জ্বালাতে?
অহংকারের ক্ষুদ্র গণ্ডি ছেড়ে আসো
গণমানুষের কাতারে, দেখো তাঁদের কষ্ট।
দেখো, বীরদের দেখ; দেখে শিখ,
কিভাবে তাঁরা নির্ভয়ে লড়াই করছে,
তাঁরা লড়ছে দেখো দুর্যোগের বিরুদ্ধে,
তাঁরা লড়ছে সোনার বাংলা গড়তে।
কারা করে দুর্নীতি? কে ভাঙ্গে আইন?
আমার তোমার আশেপাশেই আছে বুঝি?
তবে অপেক্ষা কেন! কেন এই নীরবতা!
ভেঙে ফেলো দুষ্ট চক্র; বুক চিতিয়ে
দাঁড়াও সামনে, থামাও তাদের আগ্রাসন।
কে ঝরিয়েছে আমাদের ভাইয়ের রক্ত?
কারা হরণ করতে চায় সার্বভৌমত্ব?
চোখ খুলে দেখো, করো মুষ্টিবদ্ধ।কোথায় আমরা? কেউ কি আছি?
আজ মননের দিক থেকেই দেউলিয়া,
আমাদের রুচির কী অধঃপতন! শোচনীয়।
চারদিকে অশ্লীলতার ছড়াছড়ি, আমরা কী নির্লজ্জ!
নিজ জাতির সাংস্কৃতিক আদর্শিক গুণাবলী বাদে
আমাদের কী করে উন্নয়ন করা সম্ভব!
সমাজের ক্ষুদ্র এককেই লেগেছে মড়ক,
অন্ধ অনুকরণ প্রবণতা করছে গ্রাস।
পারিবারিক ক্ষেত্রেই নিজেদের মাঝে বহু দূরত্ব;
কেউ আটকে গেছে প্রযুক্তিতে, কেউ মাদকে।
মানবজাতি এই বৈশ্বিক দুর্যোগের কবলে পড়ে
হয়ে যাচ্ছে পাশবিক, আরো ভয়ঙ্কর প্রাণী;
এ যেন অভাবে স্বভাব নষ্ট হওয়া
কিংবা সামাজিক থেকে অসামাজিক হতে থাকা।
আমাদের অসচেতনতা, অজ্ঞতা, অতি উৎসাহ পনা
পরিত্যাগ ব্যতীত মুক্তি মিলবে না।দুনিয়া ভোগের জন্য কত আয়োজন!
ক্ষমতার জন্য লড়াই, কুৎসিত লড়াই;
ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য,
সত্যকে দমিয়ে রাখে স্বার্থের জন্য।
দয়ামায়াহীন অপরাধপ্রবণ বিকৃত এই সমাজ;
লোভীদের হিংসা-বিদ্বেষে সম্পূর্ণ জর্জরিত,
দুর্বৃত্তদের দাপটে এই প্রাণ জড়োসড়ো।
আমরা মুক্তি চাই এমন সমাজ থেকে;
শান্তি, সম্প্রীতির আবাস হোক এই দুনিয়াতে।
একটা কথা বলি, কাউকে বলোনা যেন;
আমি পালিয়ে যাবার কথা ভাবছি,
নিজের থেকে নিজে পালিয়ে গিয়ে
মনের এক গহীন অরণ্যে হারিয়ে যাব,
সেই অরণ্যবাসীদের সাথে থাকা ঢের ভাল।তারিখ : ২৫/০৯/২০২০
প্রতি মাসে সমসাময়িক ঘটনাবলী নিয়ে লেখা কবিতাগুলো; সমসাময়িক বিশ্ব(দুনিয়া) ও বাংলাদেশ, ২০২০ সালের সেপ্টেম্বর মাস।© RumiMahmud
® Rumi Mahmud - রুমি মাহমুদ
ESTÁS LEYENDO
Poems Written By Rumi Mahmud
PoesíaHere I am sharing my poems with you. Most of my writings are in Bangla(Bengali) language. Tell me what you think about my writing. Your opinions are very important to me.