কবিতা : দুনিয়া ১

20 3 2
                                    

কবিতা : দুনিয়া ১ | সময় : মে ২০২০
লেখক : রুমি মাহমুদ

কেউ আবদ্ধয় পাগল, কেউ ক্ষুধায় কাতর,কারোর চিকিৎসায় প্রাধান্য, কারোর মৃত্যুই কাম্য।কেউ দেখেও দেখে না, কেউ শুনেও শুনে না;তারা বিলাসিতা নিয়ে ব্যস্ত, তারা নিরন্নের অন্নগ্রাসে উদ্ধত।

اوووه! هذه الصورة لا تتبع إرشادات المحتوى الخاصة بنا. لمتابعة النشر، يرجى إزالتها أو تحميل صورة أخرى.

কেউ আবদ্ধয় পাগল, কেউ ক্ষুধায় কাতর,
কারোর চিকিৎসায় প্রাধান্য, কারোর মৃত্যুই কাম্য।
কেউ দেখেও দেখে না, কেউ শুনেও শুনে না;
তারা বিলাসিতা নিয়ে ব্যস্ত, তারা নিরন্নের অন্নগ্রাসে উদ্ধত।

কেউ ভুল ফতোয়ায় মত্ত, কেউ জনসচেতন করায় উৎসর্গ,
কেউ সমালোচনা করতে ব্যস্ত, কেউ সমাধান খুঁজতে নিমিত্ত।
কেউ বুঝেও বুঝে না, কেউ ভেবেও ভাবে না;
তারা মুখে সরব, তারা গায়ে অলস।

কেউ অতি আত্মবিশ্বাসী, কেউ আবার দূরদর্শী,
কেউ কেউ স্বেচ্ছাচারী, কেউ আবার আত্মসংযমী।
কেউ জেনেও জানে না, কেউ মেনেও মানে না;
আমরা সবই জানি! আমরা সবাই জ্ঞানী!

তারিখ : ২২/০৫/২০২০
প্রতি মাসে সমসাময়িক ঘটনাবলী নিয়ে লেখা কবিতাগুলো; সমসাময়িক বিশ্ব(দুনিয়া) ও বাংলাদেশ, ২০২০ সালের মে মাস।

© RumiMahmud
® Rumi Mahmud - রুমি মাহমুদ

Poems Written By Rumi Mahmudحيث تعيش القصص. اكتشف الآن