আত্মসমালোচনামূলক কবিতা : আমি
লেখক : রুমি মাহমুদ | তারিখ : ০১/০৩/২০১৮পাঠকের জন্য লেখকের কথা :
এই কবিতাটি আমার কাছে গুরুত্বপূর্ণ; কারণ, আলহামদুলিল্লাহ, এই কবিতা লেখার পর থেকে আমি নিয়মিত লেখার চেষ্টা করেছি। সাহিত্যের দৃষ্টি থেকে দেখলে আমার লেখা প্রথম ভালো কবিতা হচ্ছে ‘তোমাকে নিয়ে’, সেটা প্রথমদিকে যুক্ত করে দিয়েছি। এই কবিতা ‘আমি’ লেখার পেছনে বেশকিছু ঘটনা ঘটেছে, তখন আমার মন খুব খারাপ ছিলো; আমি ব্যক্তিজীবনে খুবই ব্যর্থ একজন মানুষ, ‘মন খারাপ’ আমার পিছনে লেগেই থাকে, সম্ভবত এর জন্যই আমার কবিতায় ‘হাহাকার’ বেশি চোখে পড়ে। লেখালেখি খুবই কষ্টসাধ্য, কেননা শুধু লেখালেখি করে জীবনধারণ খুব কঠিন, কতদিন লিখতে পারবো তা জানি না, আপনারা সৃষ্টিকর্তার কাছে আমার জন্য দোয়া করবেন। আমার লেখা পড়ার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।এই তো আমি :
তোমাদের মাঝে
অতি সাধারণ একজন।আমাকে কি চেনো?
না চেনারই তো কথা।
কোথাকার কে আমি :
অতি তুচ্ছ।তবুও আমি
তোমাদের মাঝেই ছিলাম,
এখনও আছি।তারপর একদিন চলে যাব,
বহুদূরে।
মুছে যাবে সব স্মৃতি,
শুধু অতীত হয়ে থাকব।© RumiMahmud
® Rumi Mahmud - রুমি মাহমুদ
ŞİMDİ OKUDUĞUN
Poems Written By Rumi Mahmud
ŞiirHere I am sharing my poems with you. Most of my writings are in Bangla(Bengali) language. Tell me what you think about my writing. Your opinions are very important to me.