কবিতা : আমি

29 7 7
                                    

আত্মসমালোচনামূলক কবিতা : আমি
লেখক : রুমি মাহমুদ | তারিখ : ০১/০৩/২০১৮

পাঠকের জন্য লেখকের কথা :
এই কবিতাটি আমার কাছে গুরুত্বপূর্ণ; কারণ, আলহামদুলিল্লাহ, এই কবিতা লেখার পর থেকে আমি নিয়মিত লেখার চেষ্টা করেছি। সাহিত্যের দৃষ্টি থেকে দেখলে আমার লেখা প্রথম ভালো কবিতা হচ্ছে ‘তোমাকে নিয়ে’, সেটা প্রথমদিকে যুক্ত করে দিয়েছি। এই কবিতা ‘আমি’ লেখার পেছনে বেশকিছু ঘটনা ঘটেছে, তখন আমার মন খুব খারাপ ছিলো; আমি ব্যক্তিজীবনে খুবই ব্যর্থ একজন মানুষ, ‘মন খারাপ’ আমার পিছনে লেগেই থাকে, সম্ভবত এর জন্যই আমার কবিতায় ‘হাহাকার’ বেশি চোখে পড়ে। লেখালেখি খুবই কষ্টসাধ্য, কেননা শুধু লেখালেখি করে জীবনধারণ খুব কঠিন, কতদিন লিখতে পারবো তা জানি না, আপনারা সৃষ্টিকর্তার কাছে আমার জন্য দোয়া করবেন। আমার লেখা পড়ার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

পাঠকের জন্য লেখকের কথা :এই কবিতাটি আমার কাছে গুরুত্বপূর্ণ; কারণ, আলহামদুলিল্লাহ, এই কবিতা লেখার পর থেকে আমি নিয়মিত লেখার চেষ্টা করেছি। সাহিত্যের দৃষ্টি থেকে দেখলে আমার লেখা প্রথম ভালো কবিতা হচ্ছে ‘তোমাকে নিয়ে’, সেটা প্রথমদিকে যুক্ত করে দিয়েছি। এই...

Oops! Bu görüntü içerik kurallarımıza uymuyor. Yayımlamaya devam etmek için görüntüyü kaldırmayı ya da başka bir görüntü yüklemeyi deneyin.

এই তো আমি :
তোমাদের মাঝে
অতি সাধারণ একজন।

আমাকে কি চেনো?
না চেনারই তো কথা।
কোথাকার কে আমি :
অতি তুচ্ছ।

তবুও আমি
তোমাদের মাঝেই ছিলাম,
এখনও আছি।

তারপর একদিন চলে যাব,
বহুদূরে।
মুছে যাবে সব স্মৃতি,
শুধু অতীত হয়ে থাকব।

© RumiMahmud
® Rumi Mahmud - রুমি মাহমুদ

Yayımlanan bölümlerin sonuna geldiniz.

⏰ Son güncelleme: Aug 14, 2021 ⏰

Yeni bölümlerden haberdar olmak için bu hikayeyi Kütüphanenize ekleyin!

Poems Written By Rumi MahmudHikayelerin yaşadığı yer. Şimdi keşfedin