কবিতা : দুনিয়া ২ | জুন ২০২০
লেখক : রুমি মাহমুদঅমরত্বের লোভ এবার ভূলণ্ঠিত;
ভয়! মৃত্যুভয় ঢুকে গেছে মজ্জায়,
দিশেহারা চোখগুলো খুঁজে বেড়ায়,
সান্তনা? না, আশার আলো।সমাজের পথ থেমে নেই,
এখনো চলে মন্দ চক্র।সমাজের পথে উদ্বাস্তুর ন্যায়
সত্য পথযাত্রীরা ঘুরে বেড়ায়,
তাঁরা আলো জ্বালিয়ে এগিয়ে চলে
আলোর পথে নির্ভীক চিত্তে।নিরীহ পশু থেকে সাধারণ মানুষ
সবাইকে রোষানলে ফেলে কিছু অমানুষ;
প্রতিবাদে মুখরিত হয় সমাজের পথ,
সমাজে এখনো আছে আলোর পথ।পারিবারিক বন্ধন থেকে সামাজিক বন্ধন
সর্বত্র লক্ষিত বৃহৎ ফাটল।
মানবিক নিদর্শনের জোড়াতালি দিয়ে
মানব সমাজ কোনমতে আছে টিকে।ছোট চোরদের নেতা বড় চোর এবার ডাকাত হয়ে
করছে যে সমাজকে লুণ্ঠন;
হে এরিস্টটল, তোমাদের কথাই ফলেছে শেষে,
দেশে দেশে এখন অযোগ্যের শাসন।সমাজে বিদ্যমান বৈষম্য চরম,
চলে যায় নারীর সম্ভ্রম।
গভীরতম রাত্রিতে স্বপ্ন দেখি-
উঠেছে নতুন দিনের রবি।তারিখ : ২২/০৬/২০২০
প্রতি মাসে সমসাময়িক ঘটনাবলী নিয়ে লেখা কবিতাগুলো; সমসাময়িক বিশ্ব(দুনিয়া) ও বাংলাদেশ, ২০২০ সালের জুন মাস।© RumiMahmud
® Rumi Mahmud - রুমি মাহমুদ''ছোট চোরদের নেতা বড় চোর এবার ডাকাত হয়ে/করছে যে সমাজকে লুণ্ঠন;/হে এরিস্টটল, তোমাদের কথাই ফলেছে শেষে,/দেশে দেশে এখন অযোগ্যের শাসন।'' - এর ব্যাখ্যা :
প্রাচীনকালের প্রখ্যাত মনীষী ও দার্শনিকগণ যেমন, প্লেটো ও এরিস্টটল গণতন্ত্রকে মূর্খের ও অযোগ্যের শাসনব্যবস্থা বলে অভিহিত করেছেন। কেননা, সংখ্যাগরিষ্ঠের শাসন হিসেবে গণতন্ত্রে নির্বাচনের মাধ্যমে অজ্ঞ, অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিও শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে। ফলে উপযুক্ত লোকের অভাবে গণতন্ত্রের উদ্দেশ্য অর্জিত হয় না এবং শাসনকার্য পরিচালনায় নানা ধরনের সমস্যা দেখা দেয়।
أنت تقرأ
Poems Written By Rumi Mahmud
شِعرHere I am sharing my poems with you. Most of my writings are in Bangla(Bengali) language. Tell me what you think about my writing. Your opinions are very important to me.