কবিতা : বোনেরা ভাই চায়

14 4 3
                                    

কবিতা : বোনেরা ভাই চায় | লেখক : রুমি মাহমুদ
উৎসর্গ : কবিতাটি সকল দুর্ভাগা বোনকে উৎসর্গ করলাম।

কবিতা : বোনেরা ভাই চায় | লেখক : রুমি মাহমুদ উৎসর্গ : কবিতাটি সকল দুর্ভাগা বোনকে উৎসর্গ করলাম।

Oops! Bu görüntü içerik kurallarımıza uymuyor. Yayımlamaya devam etmek için görüntüyü kaldırmayı ya da başka bir görüntü yüklemeyi deneyin.

বোনেরা এমন ভাইদের চায়—
যারা বোনদের বিপদের সময়
সুরক্ষা দেবে ঢাল হয়ে।

বোনেরা এমন ভাইদের চায়—
যাদের স্নেহ-ভালোবাসায় সিক্ত
বোনেরা বাস করবে শান্তিতে।

বোনেরা এমন ভাইদের চায়—
যারা বোনদের সম্মান রক্ষায়
লড়াই করতে যাবে রণক্ষেত্রে।

সমাজ এমন ভাইদের চায়—
যাদের নীতি-নৈতিকতা দেখে
বোনেরা আদর্শ পাবে খুঁজে।

সমাজ এমন ভাইদের চায়—
যারা অন্যায় প্রশ্রয়হীন, শাসন—
স্নেহসিক্ত বোনেরা নেবে মেনে।

সমাজ এমন ভাইদের চায়—
যাদের সাহস ও অনুপ্রেরণায়
বোনেরা সামনে যাবে এগিয়ে।

বোনেরা এমন ভাইদের সব সময় পাশে চায়;
তাই আজ সমাজে তীক্ষ্ণ ধ্বনি ওঠে—
ভাই চাই! ভাই চাই!
বোনেরা আজ সমাজে কাছে ভাই চায়।

(সময় তখন জানুয়ারি ২০২০, ঢাকা, বাংলাদেশ। ঢাবি ছাত্রীর সম্ভ্রম হরণের প্রতিবাদে তীব্র আন্দোলন; এমন প্রেক্ষাপটে এই কবিতা লেখা হয়, লেখক এই কবিতাটি সকল দুর্ভাগা বোনকে উৎসর্গ করেছে।)

© RumiMahmud
® Rumi Mahmud - রুমি মাহমুদ

Poems Written By Rumi MahmudHikayelerin yaşadığı yer. Şimdi keşfedin