কবিতা : বোনেরা ভাই চায় | লেখক : রুমি মাহমুদ
উৎসর্গ : কবিতাটি সকল দুর্ভাগা বোনকে উৎসর্গ করলাম।বোনেরা এমন ভাইদের চায়—
যারা বোনদের বিপদের সময়
সুরক্ষা দেবে ঢাল হয়ে।বোনেরা এমন ভাইদের চায়—
যাদের স্নেহ-ভালোবাসায় সিক্ত
বোনেরা বাস করবে শান্তিতে।বোনেরা এমন ভাইদের চায়—
যারা বোনদের সম্মান রক্ষায়
লড়াই করতে যাবে রণক্ষেত্রে।সমাজ এমন ভাইদের চায়—
যাদের নীতি-নৈতিকতা দেখে
বোনেরা আদর্শ পাবে খুঁজে।সমাজ এমন ভাইদের চায়—
যারা অন্যায় প্রশ্রয়হীন, শাসন—
স্নেহসিক্ত বোনেরা নেবে মেনে।সমাজ এমন ভাইদের চায়—
যাদের সাহস ও অনুপ্রেরণায়
বোনেরা সামনে যাবে এগিয়ে।বোনেরা এমন ভাইদের সব সময় পাশে চায়;
তাই আজ সমাজে তীক্ষ্ণ ধ্বনি ওঠে—
ভাই চাই! ভাই চাই!
বোনেরা আজ সমাজে কাছে ভাই চায়।(সময় তখন জানুয়ারি ২০২০, ঢাকা, বাংলাদেশ। ঢাবি ছাত্রীর সম্ভ্রম হরণের প্রতিবাদে তীব্র আন্দোলন; এমন প্রেক্ষাপটে এই কবিতা লেখা হয়, লেখক এই কবিতাটি সকল দুর্ভাগা বোনকে উৎসর্গ করেছে।)
© RumiMahmud
® Rumi Mahmud - রুমি মাহমুদ
ŞİMDİ OKUDUĞUN
Poems Written By Rumi Mahmud
ŞiirHere I am sharing my poems with you. Most of my writings are in Bangla(Bengali) language. Tell me what you think about my writing. Your opinions are very important to me.