কবিতা : গোলাপ তোমার জন্যই
লেখক : রুমি মাহমুদ
তারিখ : ১৭.০৯.২০২২
"এই কবিতা শুধু তোমার। উৎসর্গ কিংবা নিবেদন, সব তোমার জন্য।" 🖤💙চীনামাটির ফুলদানির মতো ভেঙে যাই
বার বার,
তুমি কোন শৈলীতে জুড়ে দাও
প্রতিবার!
বাগান থেকে তুলে আনা গোলাপ,
তোমায় রাখতে পারিনি জড়িয়ে;
আমি যে ভঙ্গুর তুমি তা জানোই-
পোড় খাওয়া মাটিকে গ্রহণ করো,
বিলীন করো তোমার ওই শৈলীতে।
আমার বুকে বাগান করো,
অমোঘ ব্যথার সরস মরমে-
ফোটাও তাজা তাজা গোলাপ।© RumiMahmud
® Rumi Mahmud - রুমি মাহমুদশব্দার্থ ও ব্যাখ্যা :
শৈলী (বিশেষ্য পদ)- রীতি, স্টাইল; প্রয়োগ-কৌশল, প্রণালী। পোড় খাওয়া- পুড়ে গিয়েছে এমন। অমোঘ (বিশেষণ পদ)- ব্যর্থ হয় না এমন, অব্যর্থ; সার্থক। সরস (বিশেষণ পদ)- রসাল, রসযুক্ত; মধুর, সুস্বাদু; উত্তম, উৎকৃষ্ট; কাব্যরসযুক্ত। মরম (বিশেষ্য পদ)- মর্মস্থান, অন্তর; মর্ম, তাৎপর্য।
BẠN ĐANG ĐỌC
Poems Written By Rumi Mahmud
Thơ caHere I am sharing my poems with you. Most of my writings are in Bangla(Bengali) language. Tell me what you think about my writing. Your opinions are very important to me.