কবিতা : মৃত কাব্য
লেখক : রুমি মাহমুদ
তারিখ : ২১.০৪.২০২১বদ্ধ ঘরে গুমোট আবহে
কার নিঃশ্বাস ফেলবার শব্দ?
কে তুমি? কী নাম?
আমি কেউ নই,
শোনো তুমি– মাথার ভেতর
বাঁশে কাঠঠোকরা ঠোকে।
বাইরে জোছনা বেলায়
হুতুম পেঁচা কোঁকায়;
স্বপ্ন দিয়ে জোছনা কিনবে?
দ্ব্যর্থ হাসি হেসে বলে—
আমার স্বপন ফুরায়
মহাকালের মাতাল হাওয়ায়।
জ্বালিয়ে মোমের দহন
কাগজে ঘষছে কলম;
কী লিখছো ঐ পাতায়?
বিদ্রোহ আর বিষাদ;
উপমাহীন এক হাসি দেখেছিলাম,
নিভে গিয়েছিল এক মোমবাতি।
তারপর?
এরপর এসেছিল আহ্বান;
এসেছে অতঃপর
আশেপাশে, দূর-দূরান্তে
প্রতিধ্বনি বেজেছে বিলম্বী আহ্বানে।
আর কাব্য কথা?
আমার কাগজ হারায়, কালি ফুরায়;
শব্দ আর কথা বলে না;
নেই, কোথাও কোনো কবিতা নেই।© RumiMahmud
® Rumi Mahmud - রুমি মাহমুদ
এই কবিতাটির পুরো স্বত্ব এর কবি কর্তৃক সংরক্ষিত। কবির অনুমতি ব্যতীত এবং কবির নাম ছাড়া অন্য কোথাও এই কবিতাটি প্রকাশ করা হলে তা কপিরাইট আইনের লঙ্ঘন বলে বিবেচিত হবে।“আমার কাগজ হারায়, কালি ফুরায়;/শব্দ আর কথা বলে না;/নেই, কোথাও কোনো কবিতা নেই।” - মূল কবিতার পরিপ্রেক্ষিতে এর ব্যাখ্যা : কিছু কিছু সময় আসে তখন কবির কাছে তার কবিতা মূল্যহীন হয়ে পড়ে। লেখকের কাছে লেখা, শিল্পীর কাছে শিল্প তখন ব্যর্থ মনে হয় যখন জীবনের কাছে জীবনের মৃত্যু ঘটে।
KAMU SEDANG MEMBACA
Poems Written By Rumi Mahmud
PuisiHere I am sharing my poems with you. Most of my writings are in Bangla(Bengali) language. Tell me what you think about my writing. Your opinions are very important to me.