কবিতা : দুনিয়া ৮

6 2 0
                                    

কবিতা : দুনিয়া ৮ | সময় : ডিসেম্বর ২০২০
লেখক : রুমি মাহমুদ

এই কথা বলি, শোনো বন্ধু; রয় যেথা দ্বন্দ্ব, তাহা মন্দ। যদি দেখো দ্বন্দ্ব, করো বন্ধ;এই ধারা পুণ্য, সদা সত্য। আমরা কি মানুষ রূপে অমানুষ? অন্তরে যে পরাই বহু মুখোশ;আমরা তো মিথ্যার বড় পূজারী, মানব ও মানবে মানি অসাম্য! সবার বিদ্বেষের আগুনে অন্তর্দহনে মরছ...

Rất tiếc! Hình ảnh này không tuân theo hướng dẫn nội dung. Để tiếp tục đăng tải, vui lòng xóa hoặc tải lên một hình ảnh khác.

এই কথা বলি, শোনো বন্ধু;
রয় যেথা দ্বন্দ্ব, তাহা মন্দ।
যদি দেখো দ্বন্দ্ব, করো বন্ধ;
এই ধারা পুণ্য, সদা সত্য।
আমরা কি মানুষ রূপে অমানুষ?
অন্তরে যে পরাই বহু মুখোশ;
আমরা তো মিথ্যার বড় পূজারী,
মানব ও মানবে মানি অসাম্য!
সবার বিদ্বেষের আগুনে অন্তর্দহনে মরছে সবাই;
মানবের মাঝে মহা দুর্যোগ।
মরতে বসেছে ভুবন, মরছে মানবের মানবতা;
জীবনের জন্য অশনি সংকেত।
পাপের মা-বাবা হলো মিথ্যা আর লোভ;
নরকের দোর-পথ খোলো যবে নিজ মন,
মরণ ছড়ায় দুনিয়ায় যেমন উত্তাপ ছড়ায় লোহায়।
এই জগতে যুঝিতে জীবনের জন্য জীবনকে চাই কেননা
খাদ্যের অভাবে মরে জীবন, শিক্ষার অভাবে মরে মনন।

তারিখ : ৩১/১২/২০২০
প্রতি মাসে সমসাময়িক ঘটনাবলী নিয়ে লেখা কবিতাগুলো; সমসাময়িক বিশ্ব(দুনিয়া) ও বাংলাদেশ, ২০২০ সালের ডিসেম্বর মাস।

© RumiMahmud
® Rumi Mahmud - রুমি মাহমুদ

Poems Written By Rumi MahmudNơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ