কবিতাংশ : একটু ভালো বাঁচবো বলে

10 3 0
                                    

কবিতাংশ : একটু ভালো বাঁচবো বলে ...
সময়কাল : নভেম্বর ২০২২
কবিতা : নিরুদ্দেশ জয়যাত্রা
লেখক : রুমি মাহমুদ
“এটি মূল কবিতা 'নিরুদ্দেশ জয়যাত্রা' এর ১ম অংশ।”

একটু ভালো বাঁচবো বলে, কিছু সাধ মেটাতে চেয়ে বুঝিজীবন পার করে দিয়েছি, কিছুটা সুখ কিনতে গিয়ে।আহারের নামে ওষুধের নামে জীবন কিনেছি, নিজেকে বেচেছি;বাজার শেষে ওবেলা দেখি সাধেরা শোভা পায় আরেক পাড়ায়।দোয়া-দয়া মায়া-মান সব কিনে নাও, ওড়াও তোমার স্বপ্ন-সাধ ই...

¡Ay! Esta imagen no sigue nuestras pautas de contenido. Para continuar la publicación, intente quitarla o subir otra.

একটু ভালো বাঁচবো বলে, কিছু সাধ মেটাতে চেয়ে বুঝি
জীবন পার করে দিয়েছি, কিছুটা সুখ কিনতে গিয়ে।
আহারের নামে ওষুধের নামে জীবন কিনেছি, নিজেকে বেচেছি;
বাজার শেষে ওবেলা দেখি সাধেরা শোভা পায় আরেক পাড়ায়।
দোয়া-দয়া মায়া-মান সব কিনে নাও, ওড়াও তোমার স্বপ্ন-সাধ ইচ্ছে ঘুড়ি;
চাইবোনা সুতো কেটে যাক, মুখখানা যেনো হেসে যাক।
পথে ঘাটে ময়দানে অন্দরে 'আরো চাই, কিছু নাই' বলে যাই এমনি করেই;
স্বীয় স্বর বাজে কানে, শুনতে পারি নাই অদূরে কতো আর্তি!
মায়েদের দুধ শুষে খায় অনাহার, ক্ষুধার্ত শিশুর চিৎকার শুনিনি;
থাকে কোনো ক্যাম্পে, যুদ্ধ পিষে মারে; নর-নারী হাহাকার করে ফেরে।
যখন কাগুজে পথে কলম কালিতে শোনাই জীবন-গাঁথা
তখন বাড়ির পাশের ওই বস্তিতে শৈশব বঞ্চিত শিশুর জীবন বিষাদ মাখা।
পেটের ক্ষুধিত পাকস্থলী আহার চাইছে পেটপুরে, রফিক আজাদের কবিতা আওড়ায়;
চোর-চাটুকার ডাকাত-দাম্ভিক, তোদের উপাদেয় উপাচার করবো!
ভাঙা স্বপন জীর্ণ জীবন, জঠরে জ্বলছে অনল;
প্রাণ নিভে গেলে আগুন জ্বালবো! সইতে পারবি তোরা, পোড়া ক্ষত?

© RumiMahmud
® Rumi Mahmud - রুমি মাহমুদ
এই কবিতাটির পুরো স্বত্ব এর কবি কর্তৃক সংরক্ষিত। কবির অনুমতি ব্যতীত এবং কবির নাম ছাড়া অন্য কোথাও এই কবিতাটি প্রকাশ করা হলে তা কপিরাইট আইনের লঙ্ঘন বলে বিবেচিত হবে।

একটু ভালো বাঁচবো বলে, কিছু সাধ মেটাতে চেয়ে বুঝিজীবন পার করে দিয়েছি, কিছুটা সুখ কিনতে গিয়ে।আহারের নামে ওষুধের নামে জীবন কিনেছি, নিজেকে বেচেছি;বাজার শেষে ওবেলা দেখি সাধেরা শোভা পায় আরেক পাড়ায়।দোয়া-দয়া মায়া-মান সব কিনে নাও, ওড়াও তোমার স্বপ্ন-সাধ ই...

¡Ay! Esta imagen no sigue nuestras pautas de contenido. Para continuar la publicación, intente quitarla o subir otra.
Poems Written By Rumi MahmudDonde viven las historias. Descúbrelo ahora