কবিতা : তারা আসে নীল রঙে
লেখক : রুমি মাহমুদবৃষ্টি আসে নীল রঙে
আকাশের মায়াময় অবয়বে,
ঠান্ডা নরম ঠোঁটে
চুমু দিয়ে যায় শুধু।
ফোটে ফুল রাঙা-পীত রাধা-কৃষ্ণ :
মানব মনে সুরে সাজানো।
ঝড় ওঠে তনু মনে :
বিরহ-করুণ লায়লী-মজনু।
মেঘেরা আসে নীল গগনে
বিষাদ বনে ঝরায় পাতা,
গ্রীষ্মের বিষাক্ত উত্তাপ সায়াহ্নে
গালে গড়ায় বর্ষণ ধারা।(শব্দার্থ : রাঙা— রক্তবর্ণ, লাল, লোহিত, লাল রঙে রঞ্জিত। পীত— হলুদ রঙ, হলদে, হরিদ্রাবর্ণবিশিষ্ট। তনু/বিশেষণ পদ— কমনীয়, কোমল ও সুন্দর। সায়াহ্ন— সন্ধ্যা, শেষ বয়স বা শেষের দিকে। ফুল দু’টি— কৃষ্ণচূড়া, রাধাচূড়া।
বিশেষ দ্রষ্টব্য : এই কবিতায় “রাধা-কৃষ্ণ” ও “লায়লী-মজনু”, এই দুই শব্দ যুগল সাহিত্যের দৃষ্টিকোণ থেকে একই সাথে নাম অর্থে ও রূপক অর্থে ব্যবহৃত হয়েছে।)© RumiMahmud
® Rumi Mahmud - রুমি মাহমুদ
CZYTASZ
Poems Written By Rumi Mahmud
PoezjaHere I am sharing my poems with you. Most of my writings are in Bangla(Bengali) language. Tell me what you think about my writing. Your opinions are very important to me.