কবিতা : বৃষ্টি এসেছে

8 4 1
                                    

বাঙালি স্বভাবতই কাব্যপ্রেমী, বৃষ্টির মোহময় পরিবেশ আমাদের মনে সুর ও ছন্দের যোগান দেয়। এই বৃষ্টির দিনে একটি কবিতা :
২রা এপ্রিল, ২০২০
বিকেল বেলা
উত্তর খান, ঢাকা

কবিতা : বৃষ্টি এসেছে | লেখক : রুমি মাহমুদ

নীলাভ সাদা আকাশ গিয়েছে ঢেকে : ছাইরঙা মেঘে,প্রশান্তির বায়ু বইছে : ঐ উত্তর-পশ্চিম কোণ ধরে,এসেছে বুঝি শান্তির দূত বৈশাখের আগে আগে।

Rất tiếc! Hình ảnh này không tuân theo hướng dẫn nội dung. Để tiếp tục đăng tải, vui lòng xóa hoặc tải lên một hình ảnh khác.

নীলাভ সাদা আকাশ গিয়েছে ঢেকে : ছাইরঙা মেঘে,
প্রশান্তির বায়ু বইছে : ঐ উত্তর-পশ্চিম কোণ ধরে,
এসেছে বুঝি শান্তির দূত বৈশাখের আগে আগে।

হঠাৎ আলো! মেঘ গুড় গুড়, পাখি সব গিয়েছে থমকে,
বৃক্ষরাজি অভ্যর্থনা জানায় পাতা দুলিয়ে দুলিয়ে;
এক-দুই-তিন, কলাপাতায় শব্দ হয় টিপ টিপ,
ধুলো পড়া মাঠে ফোঁটায় ফোঁটায় ধূসর চিহ্ন জাগে।

বৃষ্টি! হ্যাঁ, বৃষ্টি এসেছে,
ঐ যে মাঠে কুকুর ছানারা করছে খেলা,
জীবনে তাদের প্রথম দেখা প্রকৃতির এই লীলাখেলা।
কোথা থেকে যেন এসেছে উড়ে একজোড়া টুনটুনি,
কলাপাতায় পড়া বৃষ্টির ফোঁটায় করছে গোসল দেখি;
এই পাতা রেখে ওই পাতায় যায়, এই ডাল থেকে ওই ডালে।
আজ খুশিতে মন ভরে যায়, আহা! কী শান্তিময়।

ভেজা ধুলোর গন্ধ পাই : এ এক পুলকিত অনুভূতি;
চোখ বুজে আমি বুক ভরে নেই শ্বাস,
নাকে লাগে শীতল হাওয়া, আহা! এই তো শান্তি।

বৃষ্টি এসেছে প্রকৃতির বাগানে;
ধুয়ে ফেলে সকল আবর্জনা
শুদ্ধ হতে চাই নবধারায়, হে বিধাতা!
প্রশান্তিতে পূর্ণ করো আমার হৃদয় আঙিনা।

© RumiMahmud
® Rumi Mahmud - রুমি মাহমুদ

Poems Written By Rumi MahmudNơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ