কবিতা : "প্রিয়সি কবিতা"

35 8 10
                                    

কবিতা : “প্রিয়সি কবিতা”
লেখক : রুমি মাহমুদ
তারিখ : ০৪.০৭.২০২০

প্রিয় কবিতা,আশা করি ভালো আছো,নিরবে কাগুজে বিছানায় ঘুমিয়ে আছো।বহুদিন হলো আমার খোঁজ নেও না,আমিও নেইনি ব্যস্ত পৃথিবী থেকে।তাই বুঝি মান করেছো?ভেবেছো, তোমায় গিয়েছি ভুলে?

Oups ! Cette image n'est pas conforme à nos directives de contenu. Afin de continuer la publication, veuillez la retirer ou mettre en ligne une autre image.


প্রিয় কবিতা,
আশা করি ভালো আছো,
নিরবে কাগুজে বিছানায় ঘুমিয়ে আছো।
বহুদিন হলো আমার খোঁজ নেও না,
আমিও নেইনি ব্যস্ত পৃথিবী থেকে।
তাই বুঝি মান করেছো?
ভেবেছো, তোমায় গিয়েছি ভুলে?

না গো না, আমি ভুলিনি তোমায়;
আমার প্রতিটি বাক্য উৎসর্গ করেছি তোমায়,
সাক্ষী আমার এই কলমের কালি,
সাক্ষী রেখেছি এই প্রবীণ কাগজকে।

প্রিয়সি কবিতা,
তোমায় আমি কিছুই দিতে পারিনি;
না পেরেছি দিতে অলংকার, না পেরেছি দিতে ছন্দ।
এর জন্য তুমি আমায় দিতে পারো গালমন্দ,
কিন্তু কোরো না গো, যোগাযোগ ছিন্ন।

তুমি কি জানো, আমি কোথায় আছি?
আমি আছি এক যন্ত্রপুরীতে।
সেদিন শুনলাম, আমার নাকি কয়েদ হবে,
তাও ভালো, হয়নি তো আর ফাঁসি!
তোমায় মাসে একবার হলেও লিখবো আমি,
হ্যাঁ, সত্যি, কথা দিচ্ছি আমি।

এক মহাকাব্য সমান ভালোবাসা নিও,
সেই ভালোবাসা কাগজের পাতায় রেখে দিও।
প্রিয় কবিতা, ভালো থেকো তুমি।

© RumiMahmud
® Rumi Mahmud - রুমি মাহমুদ
এই কবিতাটির পুরো স্বত্ব এর কবি কর্তৃক সংরক্ষিত। কবির অনুমতি ব্যতীত এবং কবির নাম ছাড়া অন্য কোথাও এই কবিতাটি প্রকাশ করা হলে তা কপিরাইট আইনের লঙ্ঘন বলে বিবেচিত হবে।

© RumiMahmud® Rumi Mahmud - রুমি মাহমুদএই কবিতাটির পুরো স্বত্ব এর কবি কর্তৃক সংরক্ষিত। কবির অনুমতি ব্যতীত এবং কবির নাম ছাড়া অন্য কোথাও এই কবিতাটি প্রকাশ করা হলে তা কপিরাইট আইনের লঙ্ঘন বলে বিবেচিত হবে।

Oups ! Cette image n'est pas conforme à nos directives de contenu. Afin de continuer la publication, veuillez la retirer ou mettre en ligne une autre image.

Oups ! Cette image n'est pas conforme à nos directives de contenu. Afin de continuer la publication, veuillez la retirer ou mettre en ligne une autre image.

Oups ! Cette image n'est pas conforme à nos directives de contenu. Afin de continuer la publication, veuillez la retirer ou mettre en ligne une autre image.


Poems Written By Rumi MahmudOù les histoires vivent. Découvrez maintenant