part 2

68 2 0
                                    

Jennie: ওখানে গেলে adventure হবে।কি বলিস তোরা?
Y/n: Right... আমাদের যাওয়া উচিত।
Momo: পাগল হয়ে গেছিস তোরা? মরতে চাস?
Jake: আরে Risk ছাড়া adventure হয় নাকি?
Momo: আমরা এতে মরতে পারি। বুঝছিস না?
Y/n: Soobin? কি এত ভাবছিস তুই?
Soob: ভাবছি যাবো কি যাবো না।

Jennie: আমরা যাবো।
Lisa: অন্য কোনো বাড়ি খুঁজি চল।
Kai: সেটাই ভালো হবে।
Soob: আর কোন বাড়ি পাবি বলতো। আমরা অনেক কষ্ট এ এই বাড়িটা পেয়েছি। আমরা just give up করতে পারি না।
Jennie: ধুর, এবারের ছুটিটা পুরো মাটি হয়ে গেলো এই assignment এর চক্করে

Momo: আসলেই, অ্যাসাইনমেন্ট টা দেওয়ার কি খুব জরুরী ছিল?
Kai: ওসব ফালতু ব্যাপারে না ভেবে ভাব প্রতিবেদন টা কেমন করে তৈরি করবি।
Momo: আরে ভাবছি ই  তো। কিন্তু উপায় তো পাচ্ছি না।

Soob:( উঠে দাঁড়ায়) কথা ফাইনাল আমরা যাবো।
Lisa, Momo: নাআআ!😕
Y/n: সব গুলা ভীতু।😒।
Lisa: তুই ই একমাত্র সাহসী মেয়ে। হওয়াই উচিৎ তোর তো ফিলিং নাই।🙂
Y/n: অপমান করছিস?
Lisa: তুই যা মনে করিস।
Soob: ঝগড়া বন্ধ হলে আমি একটু কথা বলি?
Lisa: বল বল।😒

Soob: আমরা কাল বের হবো।
Kai: এত তাড়াতড়ি?
Soob: Hmm... কারণ আমরা বাড়ি খুঁজতে অনেক বেশি সময় নিয়ে ফেলেছি।
Lisa: কখন বের হবো?
Soob: আগে দেখ এখান থেকে কিম ম্যানশনে যেতে কতো সময় লাগে।
Lisa:(Looks at The computer) প্রায় 6 ঘণ্টা।

Soob: Okay... Then আমরা সকালে সব জিনিস প্যাক করে দুপুরে 3 টার সময় লাঞ্চ করে বের হবো। সবাই Y/n এর বাসায় চলে আসিস।
Everyone: Okay!!
Soob: তাহলে তোরা সবাই যে যার বাড়ি যা রাত কম হয়নি তো।

কেউ আর কিছু না বলে সবাই Soobin এর বাড়ি থেকে বের হয়ে পরে। Momo,Lisa আর Y/n একই দিকে বাড়ি তাই ওরা এক সাথেই যায়।

~~~ Time Skips ~~~

দুপুরে সবাই Y/n এর অ্যাপার্টমেন্টে হাজির হয়। যে যার ব্যাগ প্যাক করে। কিম ম্যানশন থেকে প্রায় 9 কিলোমিটার দূরে একটা হোটেলে সবাই থাকবে।
সবাই রওনা করে। সবাই অনেক মজা করেই ওখানে পৌঁছায়। যেতে যেতে রাত 9 টা প্রায় বেজে যায়।

Soob: রাত 9 টা বাজে। কাল আমরা কিম ম্যানশনে যাবো। কি বলিস তোরা?
Y/n: Hehe... রাতে গেলেই ত বেশি মজা হয়।😁
Lisa: বাজে কথা বলিস না তো।😒
Y/n: আরে ভয় কেনো পাচ্ছিস?🤣
Lisa: চাবি আন। এখানেই রাত কাটানোর ইচ্ছা আছে নাকি?😒
Y/n: যাচ্ছি। Soobin আমার সাথে আয় তো।
Soob: হুমম চল

Y/n আর Soobin Reception এ যায়।

Y/n: Excuse me, আমরা দুটো রুম বুক করেছিলাম।
Receptionist: Yes, Ma'am। Name?
Y/n: Choi Soobin
Soob: আমার name দেওয়া?
Y/n: আর নয়তো কার নাম থাকবে?😒
Receptionist: Ma'am আপনাদের পাশাপাশি রুম দেওয়া হয়েছে। 519 আর 520 নম্বর রুম।
Soob: কতো নম্বর ফ্লোর?
Receptionist: পাঁচ তলা। এই যে চাবি।
Y/n: Thank you... আচ্ছা আপনি কি বলতে পারবেন কিম ম্যানশন এখান থেকে কতো দুর?
Receptionist: S- Sorry ma'am?

Y/n: আমি বলেছি কিম ম্যানশনে যেতে এখান থেকে কতো সময় লাগবে।
Receptionist: ন- না Ma'am আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না।
Y/n: Oh, Okay 😐 (যেতে নেয়)
Receptionist: Ma'am.
Y/n: Yes? (পিছনে ঘুরে)
Receptionist: আপনারা কি কিম ম্যানশনে যাবেন?
Y/n: হ্যাঁ। আমাদের কাজ আছে ওখানে। কেনো?
Receptionist: Ma'am আপনারা যদি বাঁচতে চান তাহলে ওখানে যাবেন না। জায়গাটা ভালো না।

Soob: কেন? গেলে কি হবে?
Receptionist: (Gets nervous) ন- না sir কি- কিছু না। Sorry for annoying you (bowing)
Soob: চল Y/n আমরা যাই।
Y/n:হ্যাঁ। 😕

বাকি সবাই Y/n এর কাছ থেকে চাবি নিয়ে আগে আগে চলে যায়। Y/n আর Soobin আস্তে আস্তে ওদের পিছনে যেতে থাকে।

Soob: কিরে? এত চুপচাপ কেনো?
Y/n: Receptionist এর ব্যবহার টা কেমন যেনো লাগলো।
Soob: হুমম আমারও একটু অদ্ভুত লেগেছে।
Y/n: আমার কেনো জানি ভয় করছে।
Soob: কেনো?
Y/n: যদি Jin এর ব্যাপার টা সত্যিই হয়?
Soob: Y/n তুই ও এখন ভয় পাচ্ছিস?
Y/n: (sigh) ভয় পাওয়ার ব্যাপার যখন ভয় ই তো পাবো তাই না?
Soob: চিন্তা করিস না এটা কুসংস্কার ছাড়া কিছু না।
Y/n: I hope এটা যেনো কুসংস্কার হয়।😕
Soob: (enters in the elevator) বেশী ভাবিস নাতো।
Y/n: By The Way আমরা এখানে কয়দিন থাকবো?
Soob: কমপক্ষে 1 সপ্তাহ তো লাগবেই।
Y/n: অনেক দিন তাহলে।
Soob: Assignment শেষে নাহয় একটু ঘুরলাম।
Y/n: আইডিয়াটা খারাপ না।
Soob: চল আমাদের ফ্লোর এসেছে।

Y/n আর Soobin লিফট থেকে বের হয়ে নিজেদের রুমে হাঁটতে থাকে। ওরা কথা বলতে বলতে যায়। হঠাৎ করে ওদের সামনে টেবিলে থাকা ফুলদানি টি পরে যায়। Y/n ভয় পেয়ে Soobin এর হাত শক্ত করে ধরে।

Soob: এখনো সেই Seokjin কে নিয়ে ভাবছিস?
Y/n: কি আর করবো বলতো? কোনো ভাবেই ওই Vampire এর কথা মাথা থেকে বের করতে পারছি না।( Soobin কে ছেড়ে)
Soob: অত ভাবিস না। কিচ্ছু হবে না।

Fall in love with the Vampire kingWhere stories live. Discover now