#ছন্নছাড়া
#পর্ব_৫ (রিপোস্ট)
#Ashlar_Anuড্রয়িংরুমে অনেক চিন্তিত এবং নিশ্চুপ হয়ে বসে আছে দীপ, তার চোখে রাগ এবং ভয় উভয়েই স্পষ্ট। দীপ এখনো ভাবছে সে আর একমুহূর্ত দেরী করলে কত বড় বিপদ হয়ে যেতে পারতো। দীপের পাশের সোফাতে আর্শি ঈফাকে ধরে বসে আছে। আর্শি এবং ঈফা দুজনেই বড্ড ক্লান্ত। ঘুমের ইনজেকশন্ দেয়ার ফলে আর্শি বার বার টলে পড়ছে। মিনু আর্শিকে কয়েকবার কফি বানিয়ে দিয়েছে তাই কফি খেয়ে কফির প্রভাবে আর্শি এখনো ঘুমিয়ে পড়েনি। ঈফার চোখে-মুখে ক্লান্তি এবং ভয়ের ছাপ। ঈফা এখনো কিছুসময় আগে ঘটে যাওয়া ঘটনাগুলো কল্পনা করছে এবং বার বার ভয়ে শিউরে উঠছে। দীপ আসতে একটু দেরি করলে এতক্ষণে বড় কোনো বিপদে পতিত হতো ঈফা। আর্শি আস্তে করে ঈফার কাঁধে হাত রাখলো, ঈফা বড় করে একটা সস্তির নিঃশ্বাস ফেললো। অতঃপর ঈফা আবারো ভাবনায় ডুব দিলো।
আগন্তুকদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ঈফা আর্শির কাছে গিয়ে আর্শিকে পুনরায় ডাকতে থাকে। কিন্তু ঘুমের ইনজেকশন্ এর প্রভাবে আর্শি কিছুতেই ঘুম থেকে উঠতে পারছিলোনা। ঈফা প্রাণপণে চেষ্টা করতে থাকে আর্শিকে ঘুম থেকে জাগিয়ে তোলার। কিন্তু আর্শি কিছুতেই ঘুম থেকে উঠছিলো না। একপর্যায়ে আগন্তুক লোকগুলো আবারো ঈফাকে ধরে ফেলে এবং ঈফার মুখে কিছু একটা স্প্রে করে দেয়। তারপর ঈফা জ্ঞান হারিয়ে অচেতন হবার আগে শেষ বারের মতো আর্শিকে ডাক দিলো। ঈফার ডাকে আর্শির চোখ কিঞ্চিত নড়ে উঠলো। ঈফা তা দেখতে পেলো এবং তারপরেই জ্ঞান হারালো। তারপরের ঘটনা ঈফার কিছু মনে নেই।
ঈফা জ্ঞান হারিয়ে ফেলার পর ঈফার করা শেষ চিৎকার শুনে অনেক কষ্টে আর্শি তার চোখ খুলে। আর্শি ঘুম থেকে উঠে চমকে উঠে। কতগুলো অচেনা লোক আর্শির চোখের সামনেই তার প্রাণপ্রিয় বোনকে ধরে রেখেছে তা দেখে আর্শি জ্ঞানশূন্য হয়ে যায়। আর্শি যা দেখছে তা কী স্বপ্ন নাকি বাস্তব তা বুঝতেই অনেকটা সময় লেগে যায় আর্শির। আর্শি সবকিছু বুঝতে পারার পর ঈফাকে বাঁচাতে আরো অস্থির হয়ে পড়ে। কিন্তু ইনজেকশন্ এর প্রভাবে আর্শি বার বার টলে পড়তে লাগলো। আর্শি বুঝতে পারছিলো না হে কী করবে, ঠিকমতো দাঁড়াতেও পারছেনা সে। আর্শি অনেক কষ্টে তার কাকা দীপের নাম্বার ডায়াল করে কিন্তু রিং হতে না হতেই ফোনের চার্জ শেষ হয়ে সুইচড্ অফ হয়ে যায়। আর্শি এবার চিৎকার করার চেষ্টা করে কিন্তু তারা আর্শির মুখ চেপে ধরে।

ESTÁS LEYENDO
ছন্নছাড়া
Novela Juvenilমায়ের অবহেলা, হিংস্রতার স্বীকার এক মেয়ের জীবনে ঘটে গিয়েছে একের পর এক ভয়ংকর, বর্বর, নিষ্ঠুরতা, সকল প্রতিবন্ধকতা পেরিয়ে তার এগিয়ে যাওয়ার গল্প।