#ছন্নছাড়া
#পর্ব_১৮
#Ashlar_Anuক্লাসরুমে মিস. আয়েশা এর সামনে ঈফা দাঁড়িয়ে রয়েছে , ঈফার মুখে ভয় এবং অনুতাপের ছাপ স্পষ্ট । অন্যান্য দিনের তুলনায় আজ আয়েশা ঈফার উপর অনেক রেগে রয়েছেন । শিক্ষার্থীরা তার নিকট সন্তানের সমান । তাই যখন তারা কোনো ভুল পথে পা বাড়ায় আয়েশার রাগ করাটা স্বাভাবিক ।
ঈফার পেছনে রিয়া এবং মৌ ভয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে , ভয়ের দরুণ তাদের হাত-পা কাঁপছে । এমন পরিস্থিতির সম্মুখীন তারা আগে কখনো হয়নি ।
~ “ ক্লাস চলাকালীন সময়ে ক্লাস ফাঁকি দিয়ে নিষেধ অমান্য করে বিদ্যালয়ের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানো , ছুটির আগে বিদ্যালয় থেকে পালিয়ে যাওয়া শিক্ষার্থীদের জন্য একটি মারাত্মক অপরাধ- তোমরা কি তা অবগত নও? ”
ঈফা মাথা নিচু করে ধীর গলায় বলে উঠে-
~ “ ইয়েস্ মিস. । ”
আয়েশা তার কন্ঠে দৃঢ়তা প্রয়োগ করে বললো-
~ “ অপরাধ জানা শর্তেও তোমরা কেন আজকের ক্লাস ফাঁকি দিয়ে মাঠে ঘুরে বেড়িয়েছো ? তোমাদের নামে গতকাল স্কুল পালানোর অভিযোগ করা হয়েছে । তোমরা কি জানো এরূপ অপরাধের শাস্তি কী হতে পারে ? ”
রিয়া বললো- “ সরি মিস্ । ”
~ “ সবকিছুর সমাধান সরি হয়না রিয়া । তোমাদের বিষয়টি বুঝতে হবে । তোমরা স্কুলের প্রতি নয় নিজেদের প্রতি অন্যায় করছো । তোমাদের দ্বারা ঘটিত ভুলগুলো তোমাদের ভবিষ্যৎ-কেও ক্ষতির সম্মুখীন করছে । ”
ঈফা , রিয়া এবং মৌ একত্রে বলে উঠলো ।
~ “ মিস্ , আমরা আর কখনো এমনটি করবো না । আমরা আমাদের ভুল স্বীকার করছি । ”
আয়েশা বলে উঠলো ।
~ “ তোমাদের জন্য এটি-ই অধিক কল্যাণকর হবে । নতুবা এরূপ অন্যায়ের শাস্তি হিসবে তোমাদের বিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে । ”
~ “ না মিস্ । আমরা আর এমন করবো না ।”
~ “ গুড্ । ”
তারপর আয়েশা তাদের ছেড়ে দিলেন ।রিয়া এবং মৌ-য়ের কথায় তাদের সাথে ঈফা কয়েকবার স্কুলের নিয়ম ভঙ্গ করেছে । স্কুল ফাঁকি দেয়া , শিক্ষকদের অনুমতি ব্যতীত স্কুল থেকে চলে আসা বা পালিয়ে যাওয়া তাদের নিত্যদিনের কর্মে পরিণত হয়েছিলো । আয়েশা নিজের সাধ্যমতো তাদের বুঝানোর চেষ্টা করেছে । হয়তো তারা বিষয়টি বুঝতে পেরেছে নয়তো পরবর্তীতে তাদের মারাত্মক ক্ষতি হবে ।
![](https://img.wattpad.com/cover/295603980-288-k195425.jpg)
ŞİMDİ OKUDUĞUN
ছন্নছাড়া
Genç Kurguমায়ের অবহেলা, হিংস্রতার স্বীকার এক মেয়ের জীবনে ঘটে গিয়েছে একের পর এক ভয়ংকর, বর্বর, নিষ্ঠুরতা, সকল প্রতিবন্ধকতা পেরিয়ে তার এগিয়ে যাওয়ার গল্প।