⚪THE HAZEL CORNER⚪
Fair থেকে ফিরে আসে কাঙ্খিকারা, সবাই dinner করেই ফেরে ওরা...... ওয়েদ্রিখার জন্য খাবার parcel করে নিয়ে আসে ওরা.... সবাই আজ বেশ tired journey করে এসে, তারপর আবার মেলায় ঘোরা.. বেশ ধকল গেছে ওদের ওপর দিয়ে.........
তাই সবাই রাগিণী দেবীকে 'Good night' জানিয়ে চলে যায় সোজা ওপরের ঘরে, কাঙ্খিকা যায় না....রাগিণী দেবী parcel টা নিয়ে kitchen এ যেতে গেলে, কাঙ্খিকা বাধা দিয়ে বলে ওঠে, "No, পিসিমণি.. Now you're gonna take rest..."....
রাগিণী দেবী দুর্বল ভাবে বলে ওঠেন, "আর্চির খাবারটা..."...
"I know.. I'm here না..? আমি নিয়ে যাবো...", কাঙ্খিকা ওনাকে আশ্বস্ত করলেও, রাগিণী দেবী কিন্তু কিন্তু মুখে বলে ওঠেন, "তুই যাবি... কিন্তু ও তো D'Costa ছাড়া কাউকেই ওর ঘরে allow করছে না... তুই..."...
কাঙ্খিকা ওনার হাত থেকে parcel টা নিয়ে ওনার হাতে হাত রেখে মৃদু হেসে বলে ওঠে, "Don't worry পিসিমণি.. She'll allow me.. তুমি সারাদিন এতো রান্না, ঘোরা এতকিছুর পর এখন আর তোমাকে kitchen এ যেতে হবে না... Please, go to your room and take rest..."...
"Ok, no I can trust you.. তুইও আর দেরি করিস না.. তাড়াতাড়ি ওকে খাবারটা দিয়েই চলে যাবি শুতে.. ধকল তোমারও কম যায়নি...", রাগিণী দেবী হালকা শাসনের সুরে কথাটা বলে উঠলে, কাঙ্খিকা মৃদু মাথা নেড়ে বলে ওঠে, "হ্যা পিসিমণি...".....
Good night বেটা.. ", ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে মৃদু হেসে চলে যান রাগিণী দেবী.... কাঙ্খিকাও, "Good night পিসিমণি..", বলেই উনি চলে যেতে দ্রুত ঘড়ির দিকে তাকায়...... দেখে ঘড়ির কাঁটা দশটা ছুঁয়েছে...
দ্রুত kitchen এ চলে যায় ও... আর অপেক্ষা করে না....
KAMU SEDANG MEMBACA
Achlys' Hearth - The Black Eclipse 🔞🔞🔞
Misteri / Thriller(VOLUME - 2)This is the second volume of the book. Smut alart & this story is completely written in western style. A story where everyone has their dark secrets to hide....! ♟BEAUTIFUL ♟VULGAR ♟VIOLENT.