প্রিয় যদি হও প্রিয়ার,
এভাবে হেনো না হেলা!
নয়তো হারাবে প্রিয়ারে তুমি
হেলা শেষের বেলা...
যতন করে রাখো তারে,
অসীম ভালোবেসে।
নয়তো প্রিয়া হারিয়ে যাবে
ভাবনার বেলাশেষে।
রঙ মেখো তার স্বপ্নগুলোয়,
তার স্বপ্নে মেলে ডানা,
নয়তো প্রিয়ারে খুঁজবে কেমনে
সবই যে তার অজানা...!
--------------------------------------
~নাহিয়ান রহমান লামিয়া~
জৈষ্ঠ্য, ১৪২৮ বঙ্গাব্দ
YOU ARE READING
পদ্যভুবন
Poetryকবিতা.. কবিতা হচ্ছে মনের আয়না, জীবনের সুর, কিংবা স্বপ্নিল ক্যানভাস... কবিতা ভালোবাসলে, মানুষের মন ছুঁয়ে দেখা যায়... কবিতার মাঝে আমার আমিকে খুঁজে পাওয়া যায়...