ধরো,
কোনো এক সকালে, হঠাৎ দেখলে, আমার তরফ থেকে বার্তা এসেছে।
আবেগঘন চিঠি নয়, নয় বিরক্তিকর অহেতুক কথারাশি।
কেউ একজন তোমার কাছে পৌঁছে দিয়েছে আমার মৃত্যুর খবর...
আমাকে তুমি দেখোনি কোনোদিন, না শুনেছো আমার কন্ঠস্বর।
পৃথিবীর 'পরে নেই কোনো ঋণ একে-অন্যের কাছে...
ঠিকানা তোমাকে দেয়া আছে।
গায়েরে মাহরামের কাছে আমার চেহারা দেখানো হবে না, তাই আমাকে প্রথম কিংবা শেষ দেখার সুযোগ নেই তোমারও।
তবুও এই চেনা পৃথিবীর বুকে অচীন এই মানুষটা তোমার কাছ থেকে এক মুঠ মাটির যেই আবদার রেখে গিয়েছিল,
অন্তত সেটুকুর জন্য হলেও কি সেদিন তুমি আসবে একবার?
অন্তত সেই একদিনের জন্য কি রাঙা হবে আমার উঠান, তোমার পদধূলিতে?
---------------------------------------
~নাহিয়ান রহমান লামিয়া~জৈষ্ঠ্য, বঙ্গাব্দ ১৪৩০
YOU ARE READING
পদ্যভুবন
Poetryকবিতা.. কবিতা হচ্ছে মনের আয়না, জীবনের সুর, কিংবা স্বপ্নিল ক্যানভাস... কবিতা ভালোবাসলে, মানুষের মন ছুঁয়ে দেখা যায়... কবিতার মাঝে আমার আমিকে খুঁজে পাওয়া যায়...