সূর্য নেমে যায় গগনের কোল থেকে,
বিকেল গড়িয়ে নামে সন্ধ্যে,
শরতের মেঘ যায় উড়ে বহুদূরে,
বেলা ফুরালে পাখি আসে গৃহকোণে।
শরত চলে যায় পৃথিবীর পরে,
হেমন্তকন্যা নতুন সুরে গান ধরে,
কার্তিকী সূর্য হাসে,
সোনা ধান ঢেউ খেলে,
আবারো গগনে বসে তারার মেলা,
আবারো ফিরে আসে জোনাক, পূর্ণিমা।
এক শরত গেলে নতুন হেমন্ত আসে,
রাত ফুরালে আসে নতুন দিন,
সূর্য ডোবার পর আবার উঠে আসে,
শুকনো গাছের ডালে আবার পাতা আসে,
চলে যাওয়া পাখিরাও আসে ফিরে ফিরে,
তবু, যে একবার চলে যায় ছেড়ে
কেন সে আসে না তাদের মত ফিরে?
-----------------------------------------------------
~নাহিয়ান রহমান লামিয়া~
শরত, বঙ্গাব্দ ১৪২৮
YOU ARE READING
পদ্যভুবন
Poetryকবিতা.. কবিতা হচ্ছে মনের আয়না, জীবনের সুর, কিংবা স্বপ্নিল ক্যানভাস... কবিতা ভালোবাসলে, মানুষের মন ছুঁয়ে দেখা যায়... কবিতার মাঝে আমার আমিকে খুঁজে পাওয়া যায়...