শ্রাবণকে...বৈশাখী

16 9 4
                                    

রাত নিঝুম, ঝিঁঝিপোকার ডাকে
মুখরিত ; বাঁশবাগানটার ফাঁকে
একাকী চাঁদ ; আর সে একাকী
চাঁদের নিচে বসে আমি ; বাকি
রয়ে যাওয়া স্বপ্নগুলোকে মালা
থেকে ছুটিয়ে কমাই অন্তরের জ্বালা।
শুকনো পাতার মতো, তবু তা ঝরে
না; বসন্ত আর আসে না সেই বাগানের পরে।
প্রজাপতির পাতায় রঙ নেই, না স্বপ্ন আছে
চোখে; নতুন কোনো বসন্তকে, ডাকেনা কখনো কাছে।
শুধু যাচে কেবল তারই নাম, যে নামে
আমি লিখেছি কবিতা, রেখেছি হৃদয় খামে।
জানিনা, সে আজ কোথায় কত দূরে,
কার স্বপ্নে বিভোর হয়ে কার রাজ্যে ঘুরে!
এমন করে কাউকে ভালো বাসা হয়নি আর,
তাই হয়তো অবেলার দিনে স্মৃতি ঘুরে আসি তার।
হৃদয়ের সব ক্ষতগুলো সে দিয়েছে আমায় ঋণ।
প্রথম প্রেম, ভুলেছে কে কবে! ভুলিনি, ছিল সর্বদা লীন।
রয়ে গেছি আমি, হারিয়েছে সে, স্মৃতিগুলো লেশহীন?
মৃত মানি তারে,তবু আজও জানাই, শুভ জন্মদিন...
--------------------------------------------
~নাহিয়ান রহমান লামিয়া~

শ্রাবণ, বঙ্গাব্দ ১৪২৮





পদ্যভুবনHikayelerin yaşadığı yer. Şimdi keşfedin