মনের অজান্তেই কবে মনে ধরে গেছে,
খেয়াল রাখা হয়নি...
কবিতার লাইনে কবে উৎসর্গ হয়েছে,
খোঁজ নেয়া হয়নি...
স্বপ্নের সুরে কবে মালা গেঁথে গেছে,
চোখ মেলে দেখা হয়নি...
হারিয়ে আবার এসেছে ফিরে,
রেখে দেয়া হয়নি...
এতো অবহেলার পরও সে ভালোবেসেছে আমায়,
তবু তাকে হৃদয়েতে স্থান দেয়া হয়নি...
--------------------------------------
~নাহিয়ান রহমান লামিয়া~
জৈষ্ঠ্য, ১৪২৪ বঙ্গাব্দ
BẠN ĐANG ĐỌC
পদ্যভুবন
Thơ caকবিতা.. কবিতা হচ্ছে মনের আয়না, জীবনের সুর, কিংবা স্বপ্নিল ক্যানভাস... কবিতা ভালোবাসলে, মানুষের মন ছুঁয়ে দেখা যায়... কবিতার মাঝে আমার আমিকে খুঁজে পাওয়া যায়...