স্বাধীনতা তুমি গণহত্যার তীব্র প্রতিশোধ,
স্বাধীনতা তুমি বীর বাঙালির অদম্য প্রতিরোধ।
স্বাধীনতা তুমি শহীদের মায়ের অশ্রুসিক্ত আঁখি,
শোষণকারীর খাঁচা হতে উড়ে যাওয়া সেই পাখি।
স্বাধীনতা তুমি শহীদের রক্তে ফোঁটা লাল গোলাপ,
স্বাধীনতা তুমি কোলছাড়া মায়ের আদরের সেই প্রলাপ...কত ঢল খুন,কতো স্তম্ভে,কত লাখ শহীদের,
কত কালি-সিঁদুর,কত আর্তনাদ,মেয়ে-বোন-মায়েদের।দিগন্তপ্লাবিত সৌরালোকের মতো স্বাধীনতা এলো দেশে,
সাত কোটি বাঙালির আঁখিজলে আনন্দধারা বইল ভেসে।
কত ভালোবাসা,কত প্রিয়জন ত্যাগের দীপ্ত মহিমা তুমি,
তোমার জন্য মরণেও সুখে,শোভিত বধ্যভূমি...কত রাইফেল,কত ট্যাংকার,কত মাইন ফাটনে,
জীবন পথে যুদ্ধকে তারা জয় ভেবে, নিল মেনে।
রক্তক্ষয়ী যুদ্ধে জিতিল স্বদেশ,বুকেতে সাহস এনে,
“কার আছে সে ক্ষমতা,যে এ স্বাধীনতাকে কেনে?"যায়নি বৃথা এক ফোটা খুন,কোনো মায়ের আর্তনাদ,
তুমিই করেছো সবেরে ধন্য,তুমিই সেরা বুনিয়াদ।
তুমি তো এসেছো দিগ্বিজয়ী বেশে,ভেঙে দানবের দ্বার,
আঁধারের মাঝে এসে করেছো আলোরই সঞ্চার।স্বাধীনতা তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা,
স্বাধীনতা তুমি বঙ্গবন্ধুর অমর ভাষণখানি,
স্বাধীনতা তুমি রবিঠাকুরের আমার সোনার বাংলা,
স্বাধীনতা তুমি বাস্তবরূপে স্বর্গীয় মহাবাণী...-------------------------------------------------------------
~নাহিয়ান রহমান লামিয়া~
চৈত্র, ১৪২৩ বঙ্গাব্দ
YOU ARE READING
পদ্যভুবন
Poetryকবিতা.. কবিতা হচ্ছে মনের আয়না, জীবনের সুর, কিংবা স্বপ্নিল ক্যানভাস... কবিতা ভালোবাসলে, মানুষের মন ছুঁয়ে দেখা যায়... কবিতার মাঝে আমার আমিকে খুঁজে পাওয়া যায়...