অনুভূতির প্রাচীর ডিঙিয়ে জমে থাকা বেদনাগুলো আছড়ে পড়ে ডায়েরির পাতায়..
আমার দুঃখগাথা হয়ে ওঠে পাঠকের কবিতা।
আমার হারানো সুরে বেজে ওঠে রং-বেরঙের গল্প,
আমার দীর্ঘশ্বাসই বইয়ের পাতায় হাজারো নামের সবিতা..
আমার কবিতায় প্রেয়সীর বুকে স্পন্দন জাগে না।
পঙক্তিমালা কখনো অনুরণিত হয় না পৃথিবীর বাতাসে।
আমার ব্যর্থ কবিতারাশি ঢেউ তোলে অতল ব্যর্থতার সমুদ্রে।
তবু আমার কলম থামে না,
থামে না স্বপ্নগাঙে নিত্যদিনের অবগাহন..
তবু প্রেরণায় আমি উজ্জীবিত হতে পারিনি,
যত না ভেঙেছিলাম অমূল্যায়নে!
ব্যর্থতার দেয়াল ছাপিয়ে কবিতারা যখন আর বেরোতে পারছিলো না,
ব্যর্থ কবিতারে ভালোবেসে কেউ সে বেলা এসেছিল..
লোকে তারে বলেছিল, পাগল!
তবু সে ভালোবেসে একদা ডেকেছিল মোরে কবি..
সেই থেকে আমি লিখে চলেছি তারে আমার হাজারো কবিতায়,
হয়েছি প্রেম, হয়েছি পথিকের প্রেমময় জলছবি...
-------------------------------
~নাহিয়ান রহমান লামিয়া~
পৌষ, বঙ্গাব্দ ১৪২৮
ŞİMDİ OKUDUĞUN
পদ্যভুবন
Şiirকবিতা.. কবিতা হচ্ছে মনের আয়না, জীবনের সুর, কিংবা স্বপ্নিল ক্যানভাস... কবিতা ভালোবাসলে, মানুষের মন ছুঁয়ে দেখা যায়... কবিতার মাঝে আমার আমিকে খুঁজে পাওয়া যায়...