রাজার আলয় ছেড়ে,
কম্পিত চরণে যেদিন দাঁড়িয়েছিলাম
তোমার ছোট্ট কুঁড়েঘরে..
তুমি বলেছিলে,
কাগজের নোট ঝড় হয়ে এলে,
সে ঝড়ে আমার এ মোহ উড়ে যাবে বহুদূর!
তোমার চোখেও ছিল বরষার মেঘ।
তবু শক্ত কন্ঠে কথাগুলো বলে,
দরজায় খিল দিয়েছিলে তুমি।
হয়তো ভেবেছিলে,
ফিরে গেছি আমি...
আর কোনোদিন তুমি খোঁজ করনি আমার।
কখনো জানো নি,
সেদিনের পর,
তোমার পাশের কুঁড়েঘরে,
রয়ে গেছি আমি...
শীত এলে ছনের দেয়াল চিরে,
সূক্ষ্ম আগুনের হল্কার মতো ঢুকে পড়ে
পৌষের বাতাস।
বৈশাখ এলে কালবোশেখির তান্ডব চলে
চালার ওপর,
বরষার জলে ভিজে যায় সম্বল।
জ্বর এলে মৃত আত্মার মতো আর্তনাদে
কেঁপে উঠি বারবার।
তবু সে কুঁড়েঘর ছেড়ে ফিরে যেতে পারিনি,
পুরনো সে ঠিকানা রাজার আলয়ে।
অদেখা শেকলে বেঁধে গেছে হৃদয়..
কোনো ঝড়েই ভাঙেনি এ শেকল,
দিনে দিনে কেবল গড়ে গেছে আরও..
রেখেছে মন প্রাণ ছোট এ কুঁড়েঘরে।
সময় হলে জানালাতে চোখ রেখে যেও,
বাসন্তী ফুলের ডালায় বরে নেবো তোমায়..
যদি আজো ভালোবাসো,
কড়া নেড়ো দুয়ারে।
আমার দুয়ারে আমৃত্যু নিমন্ত্রণ তোমার...
----------------------------------
~নাহিয়ান রহমান লামিয়া~
অগ্রহায়ণ, বঙ্গাব্দ ১৪২৯
YOU ARE READING
পদ্যভুবন
Poetryকবিতা.. কবিতা হচ্ছে মনের আয়না, জীবনের সুর, কিংবা স্বপ্নিল ক্যানভাস... কবিতা ভালোবাসলে, মানুষের মন ছুঁয়ে দেখা যায়... কবিতার মাঝে আমার আমিকে খুঁজে পাওয়া যায়...