[জীবনের প্রতিটা অধ্যায়ে ছন্দের মিল থাকে না।
কবিতা তো জীবনেরই প্রতিচ্ছবি,
থাক না কবিতাটা আজ ছদ্মহীন?!]
প্রতিটা মুহূর্তে শুনি আর্তনাদ,
সুখ এমন সোনার হরিণ কেন?
যে অধ্যায়ে আসি,
ততই মনে হয়,
অতীত কতই না ভালো ছিল!
তবু জীবনের পরবর্তী অধ্যায়ের ভয়ে
বর্তমানটাকে পাথরের মতো স্থির করে দিতে মন চায়।
আগে না ফিরি, সামনেও না গেলে হয় না?
যেমন আছি, তেমন থাক!
ভবিষ্যতের ভয়, এ অজানা ভয়, সবারই হয়
তবু তারা স্বপ্ন দেখে,
হয়তো সময়টাই থাকে এমন স্বপ্নিল
কিন্তু এর পর?
কেন হঠাৎ জটিলতার কালো মেঘ জমে
জীবনের স্বচ্ছ পাতাগুলোয়!
সুখ কি পৃথিবীর বুকে অধরা কিছুর নাম?
তবে কেন সকলে তা ছুঁতে পারেনা?
জীবন আমাকে প্রতি মুহূর্তে ভয় দেখায়
তবু একটুকরো ব্যতিক্রম এর আশায় স্বপ্ন দেখি
পৃথিবীর বুকে স্রোতের বিপরীতে চলা কি এতোটাই কঠিন?
হোক না কঠিন, জীবনটা তো পরতে পরতে কেবল কঠিন থেকে কঠিনতর হয়েছে
ছেলেবেলা বাদে জীবন সহজ ছিলো কবে!
সময় থামানো যায় না,
কেউ পারেনি তাকে থামাতে
অযথা সে চেষ্টা, দুঃখ বাড়াবে আরো
তবে? জানা নেই
চিন্তার জগত ঘোলাটে হয়ে আসে
অস্পষ্টতায় কেবল একটা আলোর ধ্বনি
‘তার কাছে চেয়ে কেউ কখনো নিরাশ হয়নি ’
স্রষ্টার কাছ থেকে কোনো হাত খালি ফিরে যায় না..
তাই হয়তো শত ভয় জয় করে, চেয়ে থাকি
পৃথিবীর বুকে দুর্লভ সব সোনালি সকালের জন্য...
--------------------------------------------
~নাহিয়ান রহমান লামিয়া~
২৪শে শ্রাবণ, বঙ্গাব্দ ১৪২৮
YOU ARE READING
পদ্যভুবন
Poetryকবিতা.. কবিতা হচ্ছে মনের আয়না, জীবনের সুর, কিংবা স্বপ্নিল ক্যানভাস... কবিতা ভালোবাসলে, মানুষের মন ছুঁয়ে দেখা যায়... কবিতার মাঝে আমার আমিকে খুঁজে পাওয়া যায়...