আমার সামনে এক রক্তাক্ত সন্ধ্যা,
এ সন্ধ্যায় ডাক নেই কোনো তক্ষকের,
না বসেছে আসর জোনাকির..
মৃত নদীর মতো নীরব বাতাস,
নৌকোর পালে যেন ক্ষয়ে গেছে প্রাণ..
গাছের পাতাগুলো চুপচাপ,
নিঃশব্দতার অসীমে তারা বিলীন হয়ে গেছে..
বাদুড়ের ছায়াও নেই উঠানের পরে,
খাঁচায় বন্দী পাখির অশান্ত হৃদয়ের মতো
তরতর তরে কাঁপছে মেঘরাশি,
চাঁদের আলোটা আজ কুয়াশার মতো ঘোলাটে..
পুকুরের পাড়ে বকের ঠোঁটের মতো ঘাসগুলোর কাছেও আজ কোনো কথা নেই,
না আছে কচুরিপানার পরে বসে থাকা অলস ব্যাঙগুলোর কাছে..
নীরবতায় বিলীন এক রহস্যময় প্রকৃতির কোলে,
ঘাসের বুকে শুয়ে চেয়ে আছি
নীলচে ধূসর শামিয়ানায়,
খুঁজে চলেছি নিখোঁজ হয়ে যাওয়া,
নক্ষত্রের রূপালি রঙ..
অসীম রহস্যের কাছে সব আছে, আমি আছি,
প্রাণ আছে,
তবু ভাষা নেই...
নক্ষত্রহীন আঁধার-নীলচে শামিয়ানার নিচে গোলাপি-সবুজ ভালোবাসা আছে,
বেদনার রঙ আছে কি?
-----------------------------------------
~নাহিয়ান রহমান লামিয়া~
শরৎ, বঙ্গাব্দ ১৪২৮
YOU ARE READING
পদ্যভুবন
Poetryকবিতা.. কবিতা হচ্ছে মনের আয়না, জীবনের সুর, কিংবা স্বপ্নিল ক্যানভাস... কবিতা ভালোবাসলে, মানুষের মন ছুঁয়ে দেখা যায়... কবিতার মাঝে আমার আমিকে খুঁজে পাওয়া যায়...