কবিতার পঙক্তিতে মিশে থাকে মহাকালের সত্য।
মিশে থাকে জীবনবোধ।
মিশে থাকে হাজার বছর পুরোনো বিপ্লবী ইতিহাস।
মিশে থাকে অলীক কল্পনার বাসর...
সাহিত্যসমুদ্রের অজস্র ঢেউ এ কবিতা।
কবিতায় মিশে থাকে পৃথিবীর প্রতিটি কণা-জলকণার ছন্দ,
মিশে থাকে আমি, তুমি, হাজারো মানুষ, হাজারো প্রাণের গল্প...
কবিতা..
কবিতা হচ্ছে মনের আয়না,
জীবনের সুর,
কিংবা স্বপ্নিল ক্যানভাস...
কবিতা ভালোবাসলে, মানুষের মন ছুঁয়ে দেখা যায়...
কবিতার মাঝে আমার আমিকে খুঁজে পাওয়া যায়...
--------------------------------------
~নাহিয়ান রহমান লামিয়া~
মাঘ, বঙ্গাব্দ ১৪২৭
ESTÁS LEYENDO
পদ্যভুবন
Poesíaকবিতা.. কবিতা হচ্ছে মনের আয়না, জীবনের সুর, কিংবা স্বপ্নিল ক্যানভাস... কবিতা ভালোবাসলে, মানুষের মন ছুঁয়ে দেখা যায়... কবিতার মাঝে আমার আমিকে খুঁজে পাওয়া যায়...