আমাদের ছোট নদী চলে সোজা সোজা,
ভিজে যায় জুতা আর ভিজে যায় মোজা।
পার হয়ে যায় মানুষ, পার হয় গাড়ি,
হাঁটুজলে হেঁটে চলে অর্ধেক সারি।
বাজের আওয়াজে প্রাণ যায় দূরে উড়ে,
বৃষ্টির পথচলা তারই সুরে সুরে।
রাস্তায় চলাচলে মুছে সব গ্লানি,
কারণ তার সাথে আছে ড্রেনের পানি!
উপরে আছে কতো রঙের ছাতার বাহার,
নিচে, জলে ডোবা রাস্তা,সব পারাবার।
ছোট ছোট খাদে ভরা সবকটা গলি,
ফোনটাকে বাঁচাতে মানুষ চায় ছোট পলি।
কেউ ভিডিও করে, লাইভে আসে কেউ,
দেখাতে বিশ্বটাকে ছোট নদীর ঢেউ।
প্রকৃতিটা সতেজ হলেও নিচে দুর্গন্ধ,
লিখতে লিখতে দেখি বৃষ্টিই বন্ধ!
-------------------------------------------------~নাহিয়ান রহমান লামিয়া~
আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ
ESTÁS LEYENDO
পদ্যভুবন
Poesíaকবিতা.. কবিতা হচ্ছে মনের আয়না, জীবনের সুর, কিংবা স্বপ্নিল ক্যানভাস... কবিতা ভালোবাসলে, মানুষের মন ছুঁয়ে দেখা যায়... কবিতার মাঝে আমার আমিকে খুঁজে পাওয়া যায়...