হিজলের কাছে

18 7 0
                                    

স্বপ্নগুলো যেন হিজল ফুলের মতো
হালকা গোলাপি রঙ আর মিষ্টি সুবাস,
গভীর রাতে ফোটে, প্রভাতে ঝরে যায়...
যে জলের বুকে হিজলফুলের আলপনা,
সে জলের স্রোত তোমার নদীতে বয় না...
হিজলের পাতার মতো মসৃণ নয় স্বপ্নের পথ।
নাই বা তাতে আছে হিজলফুলের মতো সে মাদকতাময় গন্ধ।
শতবর্ষী হিজলের ছায়ায় কতোবার এক হতে চেয়েছিল ছায়াদুটো...
সে হিজল গাছ আজও আছে,
আজও বোশেখ এলে নদীর জলে হিজলফুলের আলপনা হয়,
আজও ফুলের কাছে সেই মাদকতাময় গন্ধ আছে,
প্যাচা দুটো আজো আছে হিজলগাছের কোটরে,
আর আছে, বছর পুরোনো, অতৃপ্ত এক প্রেমপিপাসু ছায়া...
নরম ঘাসের বুকে ফুলের চাদরে শুয়ে,
নীরবে দেখে চলে সবুজের ফাঁকে ফাঁকে ক্ষয়ে যাওয়া চাঁদ...
হিজলের কাছে আজ নীলিমার নীল আছে,
আছে জোৎস্নার ম্লান আলোর মালা,
হিজলের কাছে আজ সব আছে,
শুধু নেই শেষ বসন্তে হারিয়ে যাওয়া সেই ছায়া...

------------------------------------------------
~নাহিয়ান রহমান লামিয়া~
হেমন্ত, বঙ্গাব্দ ১৪২৮

পদ্যভুবনTempat cerita menjadi hidup. Temukan sekarang