চিঠি এসেছে!

12 7 0
                                    

বহুদিন হয় তাকে চিঠি লিখি না,
কলমগুলো অভিমান করেছে আমার সাথে।
ডায়েরির পাতাগুলো সাদা,
সরতোলা দুধের মতো।
দেখে মনে হয়,
অনাদিকাল থেকে শুভ্রতা বজায় রেখে আসছে,
কলমের কালির সাথে ছিল না কখনো সখ্যতা।
শুভ্র পাতাগুলো যেন কালিতে রাঙানোর জন্য নয়,
যে এ পাতায় কলম রাখতে চায়,
যেন সখ্যতা ছিল না কখনো তার সাথেও!
কিন্তু সাদা পাতার সাথে আমার সখ্যতা যে_
বহু আগের, বহু বহু আগের!
যখন একাকী রাতের কোণে
মনের মধ্যে সমুদ্র সমান কথা নিয়েও
নিঃশব্দ পড়েছিলাম,
তারাই তো ডেকে নিয়েছিল কাছে!
তবে আজ এতো দূরত্ব কেন?
এতো কীসের অভিযোগ তাদের, আমার প্রতি?
একপাতাও কি দিবে না আমায় লিখতে!
দাওনা, মিনতি তোমায়,
সে যে বহুকাল ধরে আমার চিঠির অপেক্ষায় বসে আছে!
---------------------------------------
~নাহিয়ান রহমান লামিয়া~
শরৎ, বঙ্গাব্দ ১৪২৮

পদ্যভুবনWhere stories live. Discover now