যার জন্য ছেড়ে আসলাম সব
সে-ই মোরে পাঠালো অনন্ত নির্বাসনে
আমি যে আজ অপরাধী
তারে ভালোবাসার কারণে
বাতাসে তার গন্ধ, ফুলে ফুলে তার গান
পাখির ডানায় তার স্বপ্ন, স্বপ্নিল তার প্রাণ
তবু ফিরিয়েছে আমায় তার অভিমানী মন
আশা আছে ; অভিমান রবে কতক্ষণ!
তবু গ্রহণ আমায় করেনি সে, মিনতি-সমর্পণে
ভালোবেসে কি তবে হলাম নিঃস্ব, অনন্ত নির্বাসনে?
-------------------------------------
~নাহিয়ান রহমান লামিয়া~
শরৎ, বঙ্গাব্দ ১৪২৮
ВЫ ЧИТАЕТЕ
পদ্যভুবন
Поэзияকবিতা.. কবিতা হচ্ছে মনের আয়না, জীবনের সুর, কিংবা স্বপ্নিল ক্যানভাস... কবিতা ভালোবাসলে, মানুষের মন ছুঁয়ে দেখা যায়... কবিতার মাঝে আমার আমিকে খুঁজে পাওয়া যায়...