PART 25

52 21 7
                                    

আমি আমাদের দুই জনের জন্যই কফি নিয়ে আসলাম।
Aliya: সুবিন!!আমার বানানো খাবার টা কেমন ছিলো?

আমার এই কথাটা বলা মাত্রই সুবিন কাশতে শুরু করে দিল।আমি ওকে পানি দিলাম।
Aliya: কফি ভালো হয়নি?এভাবে মরার মতো কাশছো কেন?
Soobin: না কিছু হয়নি।আর খাবার টা অনেক ভালো হয়েছিল।(হালায় আসলেই খালি মিছা কতা কয়😒)
Aliya: ahh...really?আমি জানি আমি কতো ভালো রান্না করতে পারি।হুহহ!! master chief থেকেও request এসেছিল আমাকে jurge বানানোর জন্য।

অন্যদিকে--------------
tae আর sumu এখন ছাদে বসে আছে। Tae চুপচাপ বসে আছে আর sumu কে দেখেই বুঝা যাচ্ছে ও আজকে পারলে tae কে বুড়িগঙ্গা নদীতে চুবিয়ে মারবে।
Tae: sum....
Sumu: চুপ, একদম চুপ!!!তুই আরেকটা কথা বললে আমি শুরু হয়ে যাবো।
Tae: এই কি শুরু হয়ে যাবি?কামরানো ছাড়া আর কিছু পারিস না?vampire কোথাকার!!আমার মনে হয়না আন্টি তোকে খাবার দেয়।
Sumu: tae..আরেকটা কথা বললে আমি তোর..
Tae: ঠোঁট কামড়ে ছিরে ফেলবি।তাই তো?
sumu: একে তো নিজে ভুল করেছিস আবার ঢং করছিস।তুই আজকেও আমাদের ব্যাপারে বলতে গিয়ে বলিসনি!!!
Tae: আরে আমি বলে দিব!!
Sumu: কবে?আমি মরে গেলে?

তখনই ওখানে জিমিন এর আগমন ঘটে।
পুরান পাগলে ভাত পায়না,,,নতুন পাগলের আমদানি।
Tae: আরে আমি ১সপ্তাহের মধ্যে বলে দিব।এইযে দেখ জিমিনকে ছুয়ে বলছি।

জিমিন সাথে সাথে সেখান থেকে সরে গেল।
jimin: এই একদম ছুবিনা আমায় আমি মরতে চাই না।তুই জীবনেও বলতে পারবি না।
Tae: আমি বলে দেখিয়ে দিব। হুহহ!!আগে sumu তুই বল তুই তর ভাইকে বলস না কেন?
sumu: আমার ভাই সারাদিন ঘুমায় কখন বলবো?
Tae: এই বিলাইটা না!!!!
Sumu:অনেক রাত হয়েছে আমি যাচ্ছি।আর আজকে kiss পাবি না।kiss চাইলে একটা kick মেরে ছাদ থেকে ফেলে দিব।

Tae কিছু না বলে কতক্ষণ দাঁড়িয়ে থেকে sumu কে এসে জাপ্টে ধরে kiss মেরে দৌড় দিল।sumu ও মুচকি হেসে চলে গেল।

অন্যদিকে ---------
Jk's pov.
আমি আর raiyu একটা bar এ এসেছিলাম।আমি ওকে একটু বসিয়ে washroom এ গিয়েছিলাম।কিন্তু এসে ওকে আর দেখতে পাচ্ছি না।এই মেয়ে আবার কই গেল।আমি bar টা তে খুজলাম কিন্তু ওকে কোথাও পেলাম না।তাই আমি গাড়ি নিয়ে বের হয়ে গেলাম........

----------to be continued -----------------
Author --- লজ্জা করে না? vote না দিয়া FF পড়স।🙂🔪🔪

TURBID LOVE ❤(Bangla FF)Tempat cerita menjadi hidup. Temukan sekarang