উৎসর্গ হৃদয়মম

30 9 1
                                    

আমার ‘হৃদয়’ নামক পিয়ানোর চাবিটা
তোমার বুকপকেটে ছিল।
প্রথমবারের মতো
হৃদয়ের পিয়ানোটা খোলা হয়েছিল,
বাজিয়েছিলে তুমি,
সেই থেকে
চাবিটা তোমার কাছেই ছিল৷
তুমি চলে যাবার পর
পিয়ানোটা আর কেউ বাজাতে পারেনি।
কখনো চেয়ে দেখা হয়নি,
তোমার মতো করে
আর কেউ তাতে সুর তুলতে পারে কি না।
আজ এতোগুলো বছর কেটে গেছে,
পিয়ানোটা সেই যে সেদিন বন্ধ হয়েছিল,
আর খোলা হয়নি।
কারণ
চাবিটা তোমার বুকপকেটে ছিল...
চাবিটা কি আজও তোমার বুকপকেটে আছে,
নাকি হারিয়ে ফেলেছো?
------------------------------------------
~নাহিয়ান রহমান লামিয়া~
শ্রাবণ, বঙ্গাব্দ ১৪২৮

পদ্যভুবনWhere stories live. Discover now