এক মুঠো গোলাপ
সূচনা পর্বঃ
আমার মানসপটে ভেসে ওঠে এক যুবা পুরুষের প্রতিচ্ছবি । দীর্ঘ গড়নের সেই যুবকটি সুপুরুষ, সুদর্শন । তার পিঙ্গলবর্ণের গভীর দু'টো চোখজোড়ার সেই মায়াময় প্রগাঢ় চাহনি আজও মনে পড়লে আমার শিরা উপশিরা অদ্ভুত শিহরণে আন্দোলিত হয়ে যায় । তার সেই ঘন কালো ভ্রুযুগোল , লাবণ্যময় মুখমণ্ডল , পুরু ওষ্ঠাধরে স্নিগ্ধতা মাখানো সেই মৃদু হাসি আমি আজও ভুলতে পারিনা । আমার মন-মস্তিষ্ক জুড়ে তার সাথে কাটানো কিছু সুখ দুঃখের স্মৃতি সর্বদা ঘুরে বেড়ায় ।
বলছি আমার জীবনের সেই সুপুরুষটার কথা যার ভালোবাসার শেকল আমায় আজীবনের জন্য বন্দী করে নিয়েছে ভালোবাসার রাজ্যে যে রাজ্যের বন্দীদশা থেকে মুক্তি এ জন্মে সম্ভব নয় ।তার সাথে প্রথম দেখা দুর্ঘটনা বশতঃ
সে বার প্রিয় বান্ধবীটির ঊনিশ তম জন্মদিন উপলক্ষে তাকে সারপ্রাইজ দেয়ার উদ্দেশ্যে একটা ছোট্ট পার্টির আয়োজন করা হলো বাসায় । যাবতীয় খরচ বন্ধুরা করলেও কেক আনার দায়িত্ব পড়লো আমার ওপর । ঘরকুনো মানুষ আমি আলসেমীতে ঠাঁসা । বাইরে বেরুনোর কথা উঠলে, পারলে কম্বলের নিচে গিয়ে লুকোই, সে ই আমাকেই দায়িত্বের গ্যারাকলে ফেলে হাত উঠিয়ে নিলো বাকিরা।
ভাদ্র মাসের অস্থির গরমে মাথা ভর্তি রাগ নিয়ে বেরুলাম বাজারের উদ্দেশ্যে । সেদিন আবার আসন্ন নির্বাচন উপলক্ষে একটা সমাবেশের আয়োজন করা হয়েছিল শহরে । টাউনহল থেকে শুরু করে প্রেসক্লাব মোড় পর্যন্ত রাস্তা ব্লক করে ভাষণ দিচ্ছেন মাঝবয়সী রাজনীতিবিদেরা । দীর্ঘ সময় জ্যামে বসে থাকতে থাকতে একটা সময় উপলব্ধি করলাম এর থেকে হেঁটে গেলে জলদি কাজ সারতে পারবো । পরিকল্পনা অনুযায়ী রিকশা ভাড়া মিটিয়ে হাঁটা ধরলাম নিউ মার্কেটের দিকে । অন্যান্য দিন মানুষে গিজগিজ করলেও আজ হাতেগোনা কয়েকজন ছাড়া আর কাউকে নজরে আসছে না এদিকটায় ।
একদিক দিয়ে ভালো হয়েছিল খুব দ্রুত নিঃঝঞ্ঝাট খরচপাতি করে ফিরছিলাম আমি ।
প্রেসক্লাব মোড়ে ত্রিমুখী রাস্তা , হাতের ডান দিকে গেলে সহজেই বান্ধবীর বাসায় পৌঁছানো যায় ।
কিছু না ভেবেই শর্টকাট নিয়ে এগুচ্ছিলাম আমি ।
অদ্ভুত ভাবে আজ এই রাস্তাও একদম শুনশান ।
ভাতের হোটেল পেরিয়ে বড় রাস্তায় ওঠার মুহুর্তে একটা ছেলের কথায় আমার পা জোড়া থেমে যায় ।
লাল রঙের বাইকে বসে একটা ছেলে শিষ বাজিয়ে আমায় ডেকে ওঠে_
-- এই যে খুকি এদিকে এসো তো?
বেশভূষায় বখাটে বুঝতে পেরে আমি চট করে সামনে ঘুরে দ্রুত পা চালাতে থাকি । প্রত্যাখান মেনে না নিতে পেরে ছেলেটা আমার পিছু পিছু বাইক চালিয়ে আসতে থাকে । ইভটিজিং কেইসে ভিক্টিম হওয়ার ঘটনা এই আমার প্রথম যার ফলে প্রচন্ড ভয়ে দিগ্বিদিক হারা হয়ে কোন গলি থেকে কোন গলি তে ঢুকতে থাকি তার হিসেব নেই ।
ছেলেটা তো বাইক চড়িয়ে পিছু পিছু আসছে আর অনবরত ডেকে যাচ্ছে আমাকে ।
আমি মনে মনে আল্লাহকে ডাকছি আর প্রতিজ্ঞা করছি আর কখনো একা বেরুবো না । আজকের জন্য যাতে আল্লাহ বাঁচিয়ে দেয় ।
আমার ডাক খুব জলদিই আল্লাহ শুনলেন । কোথা থেকে একটা গাড়ির হর্ণ ভেসে আসলো । এক পলক পেছনে তাকিয়ে দেখলাম একটা কালো রঙের মার্সিডিজ ঠিক বাইকারের পেছনে ।
আত্মায় যেন পানি এলো । আমি দৌড়ে বাইক ক্রস করে মার্সিডিজের সামনে দাঁড়ালাম । আচমকা সামনে আসায় খুব জোরে ব্রেক কষলো গাড়িওয়ালা আর আমি ভয়ে চোখ বন্ধ করে নিলাম ।
কয়েক মুহুর্ত পরে কোনো ব্যথা অনুভূত না হওয়ায় পিটপিট করে যখন চোখটা খুললাম তখন দেখি পিঙ্গল বর্ণের চোখজোড়ার সেই মালিক অবাক নয়নে তাকিয়ে আছে আমার দিকে ।
আমি ধাতস্থ হয়ে বিড়বিড় করে বললাম_
-- প্লিজ আমাকে বাঁচান ঐ ছেলেটা আমাকে কিডন্যাপ করে নিবে ।
সে আমায় কোনো উত্তর না দিয়ে গলা বাড়িয়ে আমার পেছনে তাকালো । আমি দেখলাম পেছনে তাকাতেই তার ভ্রু জোড়া কুঁচকে গেলো । সে ভারী অবাক হয়ে প্রশ্ন করলো_
-- আশিক তুই এখানে? তুই এই মেয়েটাকে কিডন্যাপ করছিলি?
-- আরে না ভাই আমি ওকে কিডন্যাপ করবো কেনো? আমি তো ওকে চিনি , আমি পরীক্ষা করছিলাম ও আমায় চেনে কি না! একটু মজা করে ডাকলাম কিন্তু ও আমায় এত ভয় পেলো যে দিগ্বিদিক হারা হয়ে কোথায় কোথায় দৌড়োতে থাকলো ।
আশিক নামক ছেলেটার কথা শুনে এবার আমি চট করে তাকালাম তার দিকে ।
ভালো করে লক্ষ করতেই মনে পড়ে গেলো আরেহ্ এ তো আমার বান্ধবী আভার ভাই । যে বান্ধবীর জন্মদিনে আমি যাচ্ছি তার ভাই কেই চিনতে পারিনি! অবশ্য না চেনারই কথা , চুল দাড়ি বড় করে গুন্ডার থেকে তো কম মনে হচ্ছে না। আবার বাসায়ও থাকেনা সারাদিন । দেখিই না তো ওদের বাসায় গেলে ।
জন্মদিন শব্দটা মাথায় আসতেই আমার কেকের কথা মনে পড়লো । দেখলাম হাতে নেই। আমার সাধের কেক নিচে পড়ে আছে অবহেলিত ভাবে ।
আমি ভয়ে ভয়ে বক্সটা তুলে নিয়ে দেখলাম পুরো কেক টাই ভেঙে চুরমার । কেকের এই হাল দেখে আমার চোখ ভেঙে কান্না চলে আসলো । অপরিচিত মানুষের তোয়াক্কা না করে আমি হু হু করে কেঁদে ফেললাম ।
আমার হঠাৎ কান্না দেখে উপস্থিত দু'জনই হতভম্ব হয়ে গিয়েছিলো হয়তো । আশিক ভাই দৌড়ে এসে অপ্রস্তুত ভঙ্গিতে বললো_
-- আরে আরে খুকি কি হয়েছে কাঁদছিস কেনো?
-- আমার কেক ভেঙে গেছে । ইশশ আমার এত সাধের কেক! এখন আভা কে সারপ্রাইজ দেবো কি করে? আমার কাছে তো টাকাও নেই ।
কাঁদতে কাঁদতে টাকার কথা অকপটেই বলে দিলাম আমি ।
আশিক ভাইয়া ব্যস্ত হয়ে আমাকে ওঠালো , বললো_
-- তাই বলে কাঁদবি তুই? আবার না'হয় কিনে নিবো , আমি টাকা দিবো তোকে চিন্তা কিসের?
-- কিন্তু ঐদিকে দোকান তো সব বন্ধ ।
-- আরেহ্! ছাত্রলীগের ভাই গুলো দোকানপাট বন্ধ করতে বলেছে ,ভুলেই গিয়েছিলাম আমি । এখন কি হবে?
-- আমি হেল্প করতে পারি ।
আমাদের পাশে দাঁড়ানো মানুষটা বলে উঠলো ।
-- তবে হ্যাঁ ফ্রী তে কিন্তু হেল্প করবো না ।
-- কিন্তু আমার কাছে তো টাকা পয়সা নেই ভাইয়া
-- ওকে আপাতত ঋণী থাকো ।
-- ওকে ডান ।
আশিক ভাইয়া হেসে বলল_
-- হয়েই তো গেলো তবে । এখন চোখের পানিটা মুছে নে , সাজগোজ তো সব নষ্ট হয়ে গিয়েছে ।
পকেট থেকে রুমালটাও বের করে দিলো ভাইয়া ।
-- আমি বাইক নিয়ে আসছি তুই ভাইয়ার থেকে কেক টা নিয়ে আয় । একসাথে বাসায় যাই ।
আমি মাথা নেড়ে চোখটা মুছে ওনার থেকে কেকের বক্সটা নিয়ে নিলাম । বক্সটা হাতে দেবার সময় উনি একটুখানি কেশে বললেন_
-- ঋণী থাকলে মনে রেখো ।
আমার একটু বিরক্ত লাগলো । মনে মনে ভেংচি কেটে ছোট্ট করে বললাম_ থাকবে মনে ।
YOU ARE READING
এক মুঠো গোলাপ
Mystery / Thrillerশুচিস্মিতা কবির সুপ্ত। সর্বদা নিজ জীবন চক্রকে জটিল ভেবে এসেছে। এক সময় তার জীবন সম্পর্কে জটিল ধারণাগুলোকে ভুল প্রমাণ করে জীবনের মানে শেখাতে এসেছিল একজন। জীবন নামক বর্ণহীন আকাশে হুট করে শত রঙের প্রজাপতি ডানা মেলে উড়তে শুরু করেছিল। সকল জড়তা কাটিয়ে বর্ণ...