পর্ব-১৫

417 7 0
                                    

আগামী পর্বের পর...

শুরু হয়ে গেছে ফ্যাশন শো। এক এক করে মডেলরা স্টেজে আসছে এবং তাদের তুখোড় র‍্যাম্পওয়াকের মাধ্যমে লাস্যময়ী ভূমিকায় প্রদর্শন করে যাচ্ছে নিজের পরনে থাকা ডিসাইনার পোশাকটিকে। 'লাজবন্তিস'য়ের নতুন ডিসাইনার কালেকশন দেখে ইনভেস্টররা সত্যিই আপ্লুত। এই কালেকশন যে এইবছর একটা নিজস্ব ট্রেন্ড সেট করতে চলেছে তা বেশ ভালোই বোঝা যাচ্ছে।
সমস্ত পোশাক ইতিমধ্যেই প্রদর্শন করা হয়ে গেছে এবার পালা শো স্টোপারের। ভয়ে অরণ্য নিজের চোখদুটো বন্ধ করে নিলো নিজের এতদিন ধরে দেখা স্বপ্নটার এইভাবে ধ্বংস হয়ে যাওয়া কিছুতেই দেখতে পারবেনা ও। এতক্ষন ধরে সাকসেসফুলি রান হওয়া ইভেন্টটা শুধুমাত্র শো স্টোপারের অভাবে মুখ থুবড়ে পড়বে ভাবতেই হাত-পা অবশ হয়ে এলো ওর।
কতক্ষন এইভাবে চোখ বন্ধ করেছিল ও নিজেও জানেনা কিন্তু এইসময় দর্শকাসন থেকে আসা হাততালির আওয়াজে চোখ মেলে স্টেজের দিকে তাকালো ও আর সাথে সাথেই অবাক হয়ে গেলো। স্টেজের চারিদিকে ফোকাস করে থাকা লাইট গুলো এসে সন্মিলিত হয়েছে স্টেজের একদম মধ্যিখানে  যার ফলে বাকি স্টেজটা অন্ধকার হয়ে গিয়ে ওই নির্দিষ্ট জায়গায় তৈরি হয়েছে একটি আলোকবৃত্ত আর সেই আলোকবৃত্তের মাঝে দাঁড়িয়ে আছে রোশনি এস টুডেস শোস্টপার।
.
.
.
কিছুক্ষন আগে..
কথা, রোশনি এবং আরও দুজন ডিসাইনার মিলে কালি লেগে থাকা শো স্টপার ড্রেসটাকে রূপকথার কথামতো কিছু ছোটখাটো চেঞ্জেস করে একদম নতুন লুক দিয়ে দিয়েছে। যার ফলে ড্রেসটার সৌন্দর্য আগের থেকে অনেক বেড়ে গেছে।
ড্রেসটা দেখে সুমিত বললো
-ওয়াও কথা তোর তো ডিসাইনার হওয়ার উচিত ছিল। এই ড্রেসটা দেখে তো মনেই হচ্ছেনা যে এটাতে একসময় কিছু ডিফেক্ট ছিল। বরঞ্চ আগের থেকেও আরও সুন্দর আর গর্জিয়াস দেখাচ্ছে ড্রেসটাকে। উফফ প্রবলেম সল্ভ হলো ফাইনালি।
-উঁহু প্রব্লেম সল্ভ আর হলো কোথায় এখনই তো আসল প্রব্লেমের শুরু। ড্রেসতো ঠীক হয়ে গেছে কিন্তু এখন এটা পড়ে শো স্টপার হিসেবে র‍্যাম্পে কে যাবে?
শালিনী ম্যাম তো আগেই চলে গেছে আর অন্যান্য মডেলদের কাউকে যে বলবো সেই উপায়ও নেই কারণ শোয়ের অন্তিম ভাগে আরওএকবার সব ড্রেসগুলো ডিসপ্লে করা হবে।
চিন্তিত মুখে বললো কথা।
-এটা আবার কোনো প্রব্লেম হলো। আমাদের চোখের সামনে এতো বড়ো একজন মডেল আছে অথচ মডেলের চিন্তায় তোর মাথা খারাপ হওয়ার অবস্থা।
সুমিত বললো। ওর কথা শুনে রূপকথা অবাক স্বরে বললো
- মডেল আমার সামনে!!কে?
-কেন আমাদের প্রিয় রোশনিদি "ফেমিনা মিস কলকাতা-2018" উইনার। আর তাছাড়া রোশনিদি আর শালিনীর বডি স্ট্রাকচারটাও প্রায় একী তাই ড্রেসের ফিটিংস নিয়েও ঝামেলা থাকবেনা।
সুমিতের কথায় রোশনি আঁতকে উঠে বললো
-এই না না প্লিজ আমাকে এসব বলিসনা তিন্নি হওয়ার পর চারবছর হলো আমি মডেলিং করা ছেড়ে দিয়েছি আর এখন তো আমার ওইসব প্রাকটিসও নেই। ফালতু শুধু শোটা নষ্ট হবে।
-রোশনিদি দেখো যদি শো স্টপার স্টেজে না যায় তাহলে এতো বড়ো ইভেন্টটা এমনিতেও ফেল হয়ে যাবে। তাই প্লিস আর তুমি আর না করোনা। আর তাছাড়া মডেলদের রুটিন প্র্যাক্টিসের সময় তুমি তো ওখানেই ছিলে আর আমি দেখেছি তুমি কীভাবে ওদেরকে গাইড করছিলে। তাই আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে তুমি ঠীক পারবে এই শোটা সফল করতে। প্লিস প্লিস রাজি হয়ে যাও।
কাঁদো কাঁদো স্বরে বললো কথা।
কথার অনুরোধের সম্মতি দিতে হালকা হেসে মাথা নাড়ালো রোশনি।
.
.
.
বর্তমানে..

জলওয়া , জলওয়া ..
জলওয়া …
ইও ব্লেজ আপ দি ওয়াক ,
লাইট ইট আপ টু দি বীট কাম অন …
জলওয়া ..হে
জলওয়া . হে

জিস্ম কা হে যে জলওয়া , হে
কিসম কা হে ইয়ে জলওয়া ,হে
সোহরাত ভি দে ইয়ে জলওয়া , হে
মকসাদ ভি দে ইয়ে জলওয়া , হে

ফ্যাশন সিনেমার বিখ্যাত টাইটেল ট্র্যাকটি বাজতে শুরু হলে তার ছন্দে তাল মিলিয়ে হাঁটা শুরু করলো রোশনি। দীর্ঘ চার বছরের বিরতির পর আজ হঠাৎ করে পাওয়া এতো বড়ো সুযোগটা ও কোনোমতেই হাতছাড়া করতে চায়না। আজ আবার একজন প্রফেশনাল মডেল হিসাবে এই জগতে নিজেকে রিএস্টাবলিশ করার দিন। তাই রোশনি চেষ্টা করছে নিজের বেস্টটা দেওয়ার কারণ ওর সাথে ওর প্রিয় বন্ধুর সম্মানও জড়িয়ে আছে।
শো শেষে অডিয়েন্সদের রো থেকে ভেসে আসা হাততালির আওয়াজই প্রমাণ করে দিচ্ছে আজকের সফলতা। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যে 'লাজবন্তীস' আজকে নিজের ভিতটা পাকা করে নিলো সেটাও বেশ ভালোই বোঝা যাচ্ছে।
.
.
.
❤️ক্রমশ❤️

লাভ মি লাইক ইউ ডু 🔞Where stories live. Discover now