রুক্ষ চুলের বোকা মেয়েটিকে ভালবাসি

1.6K 44 1
                                    

নীলুর এই প্যাঁচ-প্যাঁচ করে কান্নার স্বভাবটা আমার একদম ভাল লাগে না । কিরে ভাই ! এভাবে কান্নার কি হল ? কোন সমস্যা হয়েছে, আমার কোন আচরনে কষ্ট? পেয়েছিস আমাকে বল !

না বললে আমি কিভাবে বুঝবো ?

তা না সামনে এসে মুখ গোমরা করে থাকবে !

প্যান-প্যান করে কাঁদবে !

আজও দেখা হবার পর থেকে তাই শুরু করেছে ! প্রথমে মুখ গোমড়া ছিল কিছুক্ষন আগে থেকে কান্না শুরু হয়েছে !

আমি জিজ্ঞেস করলাম

-কাঁদছিস কেন?

-কাঁদছি না । কাঁদবো কেন ? কার জন্য কাঁদবো ? আর আমি কাঁদলে তোর কি ?

নীলু অন্য দিকে তাকিয়ে কথা বলছিল । ওর কণ্ঠে অভিমানের একটা সুর বোঝাই যাচ্ছিল । আমি বললাম

-কি বললি ? আবার বল । আমার দিকে তাকিয়ে বল । আমি কাঁদলে তোর কি না যেন বললি ।

গলায় একটু কাঠিন্য এনেই বললাম । নীলু আমার দিকে তাকাল । কিন্তু কিছু বলল না । জানতাম ও বলতে পারবে না ।

ওর চোখের পানি চলমল করছে । আটকানোর চেষ্টা করছে । জানি না কতক্ষন আটকে রাখতে পারবে ! নীলু চোখ সরিয়ে নিল । আমি খানিকটা যত্ন নিয়ে ওর মাথায় হাত রাখলাম ।

কি রুক্ষ চুল !

একটুও যদি যত্ন নেয় নিজের প্রতি এই মেয়েটা !! আমি মাঝে মাঝে আশ্চার্য হই আবার মাঝে বিরক্তও হই । এই বয়েসের মেয়েরা নিজের প্রতি কতই না যত্নশীল হয় ।

বিশেষ করে নিজের চেহারার প্রতি । কি করলে নিজেকে আর একটু সুন্দর লাগবে এই চিন্তায় বিভোর থাকে । কিন্তু এই মেয়েটি একদমই তাদের বিপরীত ।

-আচ্ছা তোর চুল গুলো রুক্ষ থাকে কেন সবসময় ? কেমন পেত্নীর মত লাগে ! একটু যত্ন নিতে পারিস না ?

নীলু এবার আমার দিকে তাকাল । ওর চোখের দিকে তাকাতেই দেখলাম ওর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল । ওর চোখের ভাষায় আমি আমার জবাব পেয়ে গেলাম । ওর চোখ যেন বলল তুই কেন এই প্রশ্নটা করলি ? তুই খুব ভাল করেই জানিস এই প্রশ্নের জবাব ।

বুক পকেটের গল্পরা (ভলিউম ০২)Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ