আম্মু আমাকে মেরে ফেল না

573 19 0
                                    

নীলা বিবর্ন একটা খোলা মাঠে হাটছে ।
একা !!
নীলা অবাক হয়ে সব লক্ষ্য করছে ! সবকিছু এমন রঙ হীন কেন ? এমন তো হবার কথা না । তাহলে ?
-আম্মু ?
নীলা পিছন ফিরে তাকাল । একটা ফুটফুটে বাচ্চা ওর দিকে দৌড়ে আসছে ! নীলা আর একটা ব্যাপার লক্ষ্য করে দেখল সব কিছু বিবর্ণ হলেও ছোট্ট বাচ্চাটা বিবর্ণ নয় !
লাল রংয়ের একটা ফ্রক পরে আছে ! পায়ে লাল মোজা ! পোষাক দেখে তো মনে হচ্ছে বাচ্চা টা একটা মেয়ে বেবি ! পিচ্চি মেয়েটার হাতে একটা নীল রংয়ের টেডি বেয়ার ।
নীলা টেডিবেয়ার নীলার কাছে পরিচিত মনে হল । আরে এটা তো ওরই টেডিবেয়ার ।
নীলার বয়স যখন ছয় বছর ওর ছোট মামা ওকে টেডিবেয়ারটা কিনে দিয়েছিল । টেডিবেয়ারটা মেয়েটি পেল কিভাবে ?
আর পিচ্চি মেয়েটি ওকে আম্মু বলে ডাকছে কেন?
নীলা কিছু বুঝতে পারে না !
পিচ্চি মেয়েটি নীলার কাছে এসেই ওকে জড়িয়ে ধরলো !
-আম্মু আমার ক্ষুদা লেগেছ তো !!
নীলা কিছুক্ষন অবাক হয়ে পিচ্চি মেয়েটার দিকে তাকিয়ে রইলো ! মেয়েটার চোখ দুটো একদম ওর নিজের মত ! আর চুলের রংটাও খানিকটা ওর মত ! নীলা আস্তে আস্তে আবিষ্কার করে পিচ্চি মেয়েটার সব কিছুই ওর নিজের মত !
তাহলে কি এটা ওর মেয়ে ??
ওর নিজের মেয়ে !!
নীলা কেন জানি খুব মায়া অনুভব হল এই মেয়েটার জন্য !!
মনের ভিতর একবার এক ধরেন আকুলতা সৃষ্টি হল মেয়েটাকে জড়িয়ে ধরার জন্য !
নীলা যখন পিচ্চি মেয়েটাকে জড়িয়ে ধরতে যাবে ঠিক তখনই চারপাশ কেমন অন্ধকার নেমে এল । কোথা থেকে যেন কিছু জন্তুর চিৎকার ভেসে এল । সেই আওয়াজ এই পৃথিবীর কোন প্রাণীর হতে পারে না । নীলার মনে হল তার মেয়েটা নিশ্চই ভায় পাবে ! ওকে একটু জড়িয়ে ধরা উচিৎ !
কিন্তু পিচ্চি মেয়েটাকে জড়িয়ে ধরতে গিয়েই নীলা আবিষ্কার করলো মেয়েটা ওর কাছে নেই !
চারি পাশে কেমন ঘুরঘুটে অন্ধকার ! নীলা অন্ধের মত হাত রাতে লাগলো তার মেয়েটার জন্য ! কিন্তু কোথাও পেল না !
তারপর হঠাৎ করে যেমন কারেন্ট চলে আসে তেমনি যেন আলো ফিয়ে এল । নীলা কেবল দেখতে পেল তার পিচ্চি বেবিটা দৌড়াচ্ছে ! তার পিছনে দোপেও সাদা মত কেউ দৌড়াচ্ছে !
কিন্তু সেটা মানুষ না !
পিচ্চি মেয়েটা চিৎকার করছে ! বারবার বলছে
-আম্মু আমাকে বাঁচাও ! আম্মু আমাকে মেরে ফেলতে দিও না !
কিন্তু নীলার যেন কিছুই করার নাই !
কেবল চেয়ে চেয়ে দেখা ছাড়া !!
কিন্তু আম্মু আমাকে বাঁচাও এই লাইনটা যেন নীলার কানের কাছে বাজতেই লাগলো !
সাদা মত যন্তটা যখনও পিচ্চি মেয়েটাকে ধরতে যাবে ঠিক তখনই নীলা চিৎকার করে উঠল ! চিৎকার করতে করতেই 

বুক পকেটের গল্পরা (ভলিউম ০২)Where stories live. Discover now